করোনাভাইরাসে আক্রান্ত জিরুদ

কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এসি মিলান ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 06:01 PM
Updated : 2 Sept 2021, 06:36 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সেরি আর দলটি। তবে জিরুদ কবে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন, সেটা জানানো হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, সেরি আতে সবশেষ কাইয়ারির বিপক্ষে ম্যাচের পর থেকে দলের অন্য সদস্যদের সংস্পর্শে আসেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত জুলাইয়ে শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে থাকলেও চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাক পাননি ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা জিরুদ।

সেপ্টেম্বরে বাছাইয়ের তিন ম্যাচের প্রথমটিতে বুধবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে দিদিয়ে দেশমের দল।

গত জুলাইয়ে চেলসি থেকে এসি মিলানে যোগ দেওয়া জিরুদ আন্তর্জাতিক বিরতির আগে ছিলেন দারুণ ছন্দে। গত রোববার ঘরের মাঠে কাইয়োরির বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড।