কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ থেকে ‘শিখবে’ বাংলাদেশ

কিরগিজস্তানে পৌঁছানোর পর টানা তিন দিন অনুশীলনের পর বৃহস্পতিবার জামাল-রাফিদের বিশ্রাম দিয়েছেন জেমি ডে। তবে, পুরোপুরি অলস সময় কাটবে না দলের। কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ দেখে নিজেদের করণীয় ঠিক করার দিকে মনোযোগ থাকবে কোচ, খেলোয়াড় সবার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 12:41 PM
Updated : 2 Sept 2021, 12:41 PM

ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে ফিলিস্তিন। এই দুই শক্তিশালী দলের ম্যাচ দেখতে মাঠে যাবেন জামাল-জিকো-রাফিরা।

আগামী ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। জেমি ডের দল ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান ও দুই দিন পর কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে।

দুটি জাতীয় দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে যোজন যোজন এগিয়ে। কিরগিজস্তান ১০১তম, ফিলিস্তিন ১০২তম। বাফুফের পাঠানোর ভিডিও বার্তায় ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফিও জানালেন, এই দুই শক্তিশালী প্রতিপক্ষের ম্যাচ দেখতে যাবেন তাদের কৌশল বোঝার জন্য।

“আজ আমাদের বিশ্রাম ছিল। ফিলিস্তিনের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচে ৫ তারিখে (আগামী রোববার); গত কয়েকদিন ফিলিস্তিন ম্যাচ নিয়ে অনুশীলনে কাজ হয়েছে। সামনের কয়েকদিনও হবে।”

“আজ আমরা কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ দেখতে পুরো দলই মাঠে যাব। ওরা কিভাবে খেলে, ওদের ট্যাকটিকস-সবই দেখব। সামনে যে দুইটা দিন আছে, কোচ সেগুলো নিয়ে কাজ করবেন। আশা করি, ফিলিস্তিন ম্যাচে ভালো কিছু করব আমরা।”

আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন।