শেষবেলায় গ্রিজমানকে ছেড়ে ডি ইয়ংকে নিল বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2021 09:37 AM BdST Updated: 01 Sep 2021 09:37 AM BdST
দলবদলের শেষ দিনে ভীষণ ব্যস্ত সময় পার করল বার্সেলোনা। শেষ কয়েক ঘণ্টায় ছেড়ে দিল কয়েকজন খেলোয়াড়কে। সবচেয়ে চমকপ্রদ খবরটি এলো একেবারে শেষবেলায়। তারা জানিয়ে দিল, মৌসুমের বাকি সময়ে তাদের সঙ্গে থাকছে না অঁতোয়ান গ্রিজমানও।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে তারা পাঠাল সরাসরি লিগ শিরোপা প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে। দুই বছর আগে মাদ্রিদের এই ক্লাব থেকেই বাইআউট ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে তাকে দলে টেনেছিল বার্সেলোনা।
গ্রিজমানকে ছেড়ে দিয়ে তারা এক মৌসুমের জন্যই সেভিয়া থেকে ধারে নিয়ে এলো লুক ডি ইয়ংকে। ৩১ বছর বয়সী এই ডাচ ফরোয়ার্ডকে পরে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
গ্রিজমানকে এক বছরের ধারের চুক্তিতে আতলেতিকোয় পাঠানোর বিষয়টি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে নিশ্চিত করে বার্সেলোনা। শর্ত সাপেক্ষে চার কোটি ইউরোয় তাকে কিনে নেওয়ার সুযোগও থাকছে আতলেতিকোর। এছাড়াও দুই ক্লাবের জন্যই চুক্তিতে সুযোগ থাকছে ধার আরও এক মৌসুম বাড়ানোর।
রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে আতলেতিকোয় যোগ দিয়ে ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলে মোট ১৩৩ গোল করেছিলেন গ্রিজমান। সে সময় দলটির হয়ে ইউরোপা লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন তিনি। ক্লাবটিতে প্রথম মেয়াদের পাঁচ মৌসুমের প্রতিবারই দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন গ্রিজমান।
গ্রিজমানকে অবশ্য কখনোই ছাড়তে রাজি ছিল না আতলেতিকো। কিন্তু বার্সেলোনায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছায় ক্লাবটির সমর্থকদের কাঁদিয়ে ২০১৯ সালে দল ছেড়েছিলেন তিনি। কাম্প নউয়ে অবশ্য সময়টা মোটেও আশানুরূপ কাটেনি তার। প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি কখনোই।
তবে লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের বাধায় লিওনেল মেসি চলে যাওয়ার পর অনেকে ধারণা করেছিলেন, এবার হয়তো দলের চাওয়া মেটাতে পারবেন গ্রিজমান। গত মৌসুমে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমানও বারবার বলেছিলেন, অভিজ্ঞ এই খেলোয়াড় তার পরিকল্পনায় ভালোমতোই আছে। কিন্তু বাস্তবে দেখা মিলল উল্টোটা।
গ্রিজমানের মনে পুরনো ঠিকানায় ফেরার ভালোলাগা থাকলেও ফেলে আসা জায়গা পারফরম্যান্স দিয়েই ফিরে পেতে হবে। সঙ্গে থাকবে সমর্থকদের মন জয় করার বাড়তি চ্যালেঞ্জও।
বার্সেলোনায় আসা ডি ইয়ং সেভিয়ার হয়ে লা লিগায় ৬৯ ম্যাচে গোল করতে পেরেছেন কেবল ১০টি।
দলবদলের শেষ দিনে এর আগে ব্রাজিলের ডিফেন্ডার এমেরসনকে টটেনহ্যাম হটস্পার এবং ইলাইশ মোরিবাকে লাইপজিগের কাছে বিক্রি করে দেয় বার্সেলোনা।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা