২০২৫ পর্যন্ত লিভারপুলেই হেন্ডারসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2021 05:30 PM BdST Updated: 31 Aug 2021 05:30 PM BdST
-
চুক্তিপত্রে স্বাক্ষর করছেন জর্ডান হেন্ডারসন। ছবি: লিভারপুল।
লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন দলনায়ক জর্ডান হেন্ডারসন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন এই মিডফিল্ডার।
মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।
২০১১ সালে সান্দারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দিয়ে দলটির হয়ে ৩৯৪ ম্যাচ খেলে ৩০টি গোল করেছেন হেন্ডারসন। এই সময়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন পাঁচটি শিরোপা।
হেন্ডারসনের নেতৃত্বেই ২০১৯-২০ মৌসুমে ৩০ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জেতে লিভারপুল। দারুণ পারফরম্যান্সের সুবাদে জিতেছিলেন ২০২০ সালের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
চলতি মৌসুমে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন হেন্ডারসন। এর আগে চুক্তির মেয়াদ বাড়ান ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মিডফিল্ডার ফাবিনিয়ো ও ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন।
আন্তর্জাতিক বিরতির আগে এবারের লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ইয়ুর্গেন ক্লপের দল।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন