কিনকে ফেরাল ইউভেন্তুস

দলবদলের শেষ দিনে তরুণ ফরোয়ার্ড মোইজে কিনকে ফিরিয়েছে ইউভেন্তুস। এভারটন থেকে দুই বছরের ধারের চুক্তিতে ইতালিয়ান এই স্ট্রাইকারকে দলে টেনেছে সেরি আর সফলতম দলটি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 10:38 AM
Updated : 31 August 2021, 10:38 AM

২১ বছর বয়সী এই ফুটবলাকে পেতে ৭০ লাখ ইউরো গুনতে হচ্ছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় ইউভেন্তুস। ৩০ লাখ ইউরো শোধ করতে হবে চলতি ২০২১-২২ মৌসুমেই, বাকি ৪০ লাখ দিতে হবে পরের মৌসুমে।

ইউভেন্তুসের যুব দলে বেড়ে ওঠা কিনের ক্লাবটির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মূল দলে অভিষেক হয় ২০১৬ সালে, ১৬ বছর বয়সে। সেরি আর দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলতাদাও তিনি।

একবিংশ শতাব্দীতে জন্ম নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে গোল করা প্রথম খেলোয়াড় কিন ইতালির হয়ে খেলেছেন ৯ ম্যাচ। ২০১৯ সালে এভারটনে যোগ দেওয়ার পর গত মৌসুম তিনি ধারে খেলেছিলেন পিএসজিতে। ফরাসি লিগ ওয়ানের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে করেন ১৭ গোল।

এবার ফিরলেন শৈশবের ক্লাবে। দলের গত মৌসুমের সর্বোচ্চ গোলস্কোরার ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার চার দিনের মাথায় কিনকে দলে টানার ঘোষণা দিল ইউভেন্তুস।