‘এমবাপে আমাদের খেলোয়াড়’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2021 04:29 PM BdST Updated: 30 Aug 2021 04:36 PM BdST
-
রাঁসের বিপক্ষে জোড়া গোল করে পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ছবি: পিএসজি
-
এমবাপেকে কিছু একটা বলছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো
কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। গত কিছুদিনে তা পেয়েছে ভিন্ন মাত্রা। তাকে পেতে নাকি বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে ইউরোপের সফলতম দলটি। গুঞ্জন রয়েছে, রিয়ালে যোগ দিতে চান বলেই পিএসজিতে চুক্তি নবায়ন করছেন না ফরাসি ফরোয়ার্ড। তবে এসবে কান দিচ্ছেন না দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো।
লিগ ওয়ানে রোববার রাতে রাঁসের বিপক্ষে পিএসজির জয়ের নায়ক এমবাপেই। দলের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
গ্রীষ্মের দলবদলের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার রাতে। রিয়ালে চলে গেলে এটিই হতে পারে পিএসজির জার্সিতে এমবাপের শেষ ম্যাচ।
রাঁসের বিপক্ষে ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, এমবাপেকে পিএসজির খেলোয়াড় হিসেবেই দেখছেন তিনি।

এমবাপেকে কিছু একটা বলছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো
“সে বর্তমানের সেরাদের একজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তাকে আমাদের সঙ্গে পাওয়া একটা উপহার।”
কিছুদিন আগে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো অবশ্য বলেছিলেন, পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিতে চান এমবাপে। নিজেদের শর্তে তাকে ছাড়তে রাজি বলেও সম্প্রতি জানান লিওনার্দো। গণমাধ্যমের খবর, এমবাপেকে কেনার জন্য দ্বিতীয় দফায় ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে মাদ্রিদের দলটি।
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি