'সেরা ফর্মের ধারেকাছেও নেই মেসি'
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2021 04:23 PM BdST Updated: 30 Aug 2021 04:43 PM BdST
-
ক্লাব ক্যারিয়ারে প্রথমবার বার্সেলোনা ব্যতীত অন্য কোনো জার্সিতে মাঠে নামেন লিওনেল মেসি। ছবি: পিএসজি
-
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। ছবি: পিএসজি
নতুন ঠিকানায় অভিষেকে আহামরি কিছু করতে পারেননি লিওনেল মেসি। দেড় মাস পর ম্যাচ খেলতে নামায় স্বাভাবিকভাবে চেনা রূপেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোও বলছেন, সেরা ফর্মের ধারেকাছেও নেই মেসি।
এই মাসের মাঝামাঝি বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পাঁচ দিনের মাথায় পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন মেসি। রোববার লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচের ৬৬তম মিনিটে বন্ধু নেইমারের বদলি নেমে নতুন জার্সিতে পথচলা শুরু হয় ছয়বারের বর্ষসেরা ফুটবলারের।
গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। ক্লাব ক্যারিয়ারে প্রথমবার বার্সেলোনা ব্যতীত অন্য কোনো জার্সিতে নামেন মাঠে। গোল করে বা করিয়ে নতুন শুরুটা রাঙাতে না পারলেও বল পায়ে পুরনো জাদু দেখানোর আভাস ঠিকই দেন তিনি।
ম্যাচ শেষে অ্যামাজনকে পচেত্তিনো বলেন, মেসির চেনা ছন্দে ফেরার অপেক্ষায় আছেন তারা।
“সে এখনও তার সেরা ফর্ম থেকে অনেক দূরে আছে। তবে সে অনুশীলনে ভালো করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।”
"তার কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমি খুব খুশি যে তার অভিষেক হয়েছে। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
জয় দিয়ে শুরু করাটাও মেসির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন পচেত্তিনো। মেসিকে নিয়ে প্রতিপক্ষের সমর্থকদেরও যে উচ্ছ্বাস দেখা গেছে তা ছুঁয়ে গেছে এই আর্জেন্টাইন কোচকে।
“সে ভালো করেছে। বলে প্রথম স্পর্শ থেকেই সে সতীর্থদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে। অভিষেকে জয় পাওয়াটা তার জন্য ভালো হয়েছে।”
“তার নামে দর্শকদের চিৎকার শুনে ভালো লেগেছে, আর সেটা শুধু আমাদের সমর্থকরাই নয়। বিষয়টা এমন কিছু যা লিও অর্জন করেছে।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন