হকির সাবেক গোলরক্ষক আনভীর আর নেই

ওপেন হার্ট সার্জারির পর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ছিল আরও শারীরিক জটিলতা। শরীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়েছিল আনভীর আদেল খানকে। হাসপাতালেই শনিবার মৃত্যুবরণ করেন জাতীয় হকি দলের সাবেক এই গোলরক্ষক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 02:03 PM
Updated : 28 August 2021, 02:03 PM

আনভীরের বয়স হয়েছিল ৬৮ বছর। সবশেষ হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাধারণ বীমায় খেলেছেন।

১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জাতীয় দলের গোলপোস্ট আগলেছেন আনভীর। ১৯৭৮ সালের এশিয়ান গেমস, এশিয়া কাপেও খেলেন। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর সংগঠক হিসেবে হকির সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি।

আনভীরের মৃত্যুতে হকি একজন ভালো সংগঠক হারাল বলে মনে করেন বর্তমান কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী।

“আনভীর ভাই ছিলেন হকি অন্তপ্রাণ মানুষ। আমার দেখা অন্যতম সেরা গোলকিপার। এমন গোলকিপার আর আসবে কিনা জানি না। এছাড়া সংগঠক হিসেবে ভালো এবং পারদর্শী ছিলেন।”

জাতীয় দলের সাবেক এই গোলকিপারের মৃত্যুতে হকি ফেডারেশন ছাড়াও শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন।