ব্রাজিল দলে আরও ৯

কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন আন্তর্জাতিক সূচিতে অনেক দেশের খেলোয়াড়কে ছাড়তে রাজি নয় প্রিমিয়ার লিগ ও লা লিগার ক্লাবগুলো। পরিস্থিতি বিবেচনায় আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচের জন্য পূর্বঘোষিত দলে নতুন ৯ জন খেলোয়াড় যোগ করেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 08:04 PM
Updated : 27 August 2021, 08:04 PM

জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এই সপ্তাহেই মাঠে ফিরতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২ সেপ্টেম্বর তারা খেলবে চিলির মাঠে। এর তিন দিন পর দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। এরপর আগামী ৯ সেপ্টেম্বর ব্রাজিলিয়ানরা লড়বে পেরুর বিপক্ষে।

টোকিও অলিম্পিকসে সোনা জয়ী দলের ৬ জনকে নিয়ে গত ১৩ অগাস্ট ২৫ সদস্যের পূর্ণশক্তির স্কোয়াডই ঘোষণা করেছিলেন তিতে। শুক্রবার তার সঙ্গে আরও নতুন ৯ জনকে যোগ করেন তিনি।

ডাক পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে নতুন মুখ গোলরক্ষক এভেরসন, দুই ডিফেন্ডার সান্তোস ও মিরান্দা, তিন মিডফিল্ডার এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন এবং তিন ফরোয়ার্ড হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।     

করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাজ্য সরকারের লাল তালিকায় পড়েছে লাতিন আমেরিকার সব দেশ। এসব দেশ থেকে ফিরে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। এতে লিগে পরের কয়েকটি ম্যাচে ওই খেলোয়াড়রা অনিশ্চিত হয়ে পড়বে। একারণে ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়তে রাজি নয়।

ইংলিশ ক্লাবগুলো এই সিদ্ধান্তে স্থির থাকলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার সিটির এদেরসন ও গাব্রিয়েল জেসুস, লিভারপুলের আলিসন, ফাবিনিয়ো ও রবের্তো ফিরমিনো, এভারটনের রিশার্লিসন এবং লিডস ইউনাইটেডের রাফিনিয়া খেলতে পারবেন না ব্রাজিলের হয়ে।

একইভাবে স্পেনের ক্লাবগুলোও লাতিন আমেরিকার দেশগুলোর খেলোয়াড়দের ছাড়তে রাজি নয়। তাদের এমন সিদ্ধান্তে একমত জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষও। সেক্ষেত্রে রিয়ালের ভিনিসিউস ও পূর্বঘোষিত দলে ডাক পাওয়া ডিফেন্ডার এদের মিলিতা ও মিডফিল্ডার কাসেমিরোকেও পাবেন না তিতে।

আগামী বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপের বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে।