বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য শুক্রবার ৩৪ জনের নাম ঘোষণা করেন ইতালি কোচ রবের্ত মানচিনি; ওয়েম্বলিতে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর যা প্রথম।
প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে ইতালি। আর একটি ম্যাচ না হারলে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে মানচিনির দল। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে রেকর্ডটি গড়েছিল স্পেন।
২৬ জনের ইউরো ২০২০ স্কোয়াডের ২৫ জনই আছেন দলে। চোটের কারণে নেই কেবল ডিফেন্ডার লিওনার্দো স্পিনাজ্জোলা। মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল তার টুর্নামেন্ট।
ইতালির মূল দলে এবারই প্রথম ডাক পেলেন সাস্সুয়োলো স্ট্রাইকার স্কাম্মাক্কা। রোমা মিডফিল্ডার জানিওলো ফিরেছেন এক বছরে দুই দফায় পড়া মারাত্মক চোট কাটিয়ে।
আগামী ২ সেপ্টেম্বর ঘরের মাঠে বুলগেরিয়ার বিপক্ষে খেলবে ইতালি। সুইজারল্যান্ডের মাঠে ম্যাচ ৫ সেপ্টেম্বর। ফিরে এসে ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে লিথুয়ানিয়ার মুখোমুখি হবে মানচিনির দল।
তিন ম্যাচে শতভাগ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
ইতালি দল
গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (এসি মিলান), আলেক্স মেরেত (নাপোলি), সালভাতোরে সিরিগু (জেনোয়া), পিয়েরলুইজ গোল্লিনি (টটেনহ্যাম হটস্পার)
ডিফেন্ডার: ফ্রান্সেসকো আসেরবি (লাৎসিও), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ক্রিস্তিয়ানো বিরাগি (ফিওরেন্তিনা), লিওনোর্দো বোনুচ্চি (ইউভেন্তুস), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), জিওভান্নি দি লরেন্সো (নাপোলি), এমেরসন পালমিয়েরি (লিওঁ), আলেসান্দ্রো ফ্লোরেন্সি (এসি মিলান), মানুয়েল লাস্সারি (লাৎসিও), জানলুকা মানচিনি (রোমা), রাফায়েল তোলোই (আতালান্তা)।
মিডফিল্ডার: নিকোলো বারেল্লা (ইন্টার মিলান), গায়েতানো কাস্ত্রোভিল্লি (ফিওরেন্তিনা), ব্রায়ান ক্রিস্তান্তে (রোমা), জর্জিনিয়ো (চেলসি), মানুয়েল লোকাতেল্লি (ইউভেন্তুস), লরেন্সো পেল্লেগ্রিনি (রোমা), মাত্তেও পেস্সিনা (আতালান্তা), স্তেফানো সেন্সি (ইন্টার মিলান), মার্কো ভেরোত্তি (পিএসজি), নিকোলো জানিওলো (রোমা)।
ফরোয়ার্ড: আন্দ্রেয়া বেলোত্তি (তোরিনো), দোমেনিকো বেরার্দি (সাস্সুয়োলো), ফেদেরিকো বের্নার্দেস্কি (ইউভেন্তুস), ফেদেরিকো চিয়েসা (ইউভেন্তুস), চিরো ইম্মোবিলে (লাৎসিও), লরেন্সো ইনসিনিয়ে (নাপোলি), মোইজে কিন (এভারটন), জাকোমো রাসপাদোরি (সাস্সুয়োলো), জানলুকা স্কাম্মাক্কা (সাস্সুয়োলো)।