কিংস ও শেখ জামালকে বাফুফের জরিমানা

প্রিমিয়ার লিগে চারটি ম্যাচে নানা কাণ্ড নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছাড়াও চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে জরিমানা করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 02:45 PM
Updated : 27 August 2021, 02:45 PM

ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে সবচেয়ে বেশি জরিমানা গুণতে হচ্ছে কিংস ও শেখ জামালকে। দুটি দলকে ১ লাখ টাকা করে জরিমানা করেছে তারা।

গত ৯ অগাস্ট শেখ জামালের বিপক্ষে জিতে চার ম্যাচ হাতে রেখেই লিগের মুকুট ধরে রাখা নিশ্চিত করে কিংস। ওই ম্যাচে মাঠে গিয়ে নিয়ম বর্হিভুতভাবে মাঠে গিয়ে আনন্দ-উল্লাস করেন ক্লাবটির ম্যানেজার ওয়াসিমুজ্জামান, মেয়েদের কোচ মাহমুদা আক্তার ও কিছু সমর্থক। একটু পরেই আরেকটি ম্যাচ থাকায় তাদের মাঠে যেতে নিষেধ করা হলেও তারা মানেননি। এ কারণে জরিমানা দিতে হচ্ছে কিংসকে।

গত ২১ আগস্ট শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের গোলশূন্য ড্র ম্যাচের মাঠের উত্তাপ গিয়ে পড়ে গ্যালারিতে। ম্যাচ শেষে সেখানেই মারামারিতে লিপ্ত হন খেলোয়াড়সহ অন্যরা। এজন্য শেখ জামালকে ১ লাখ টাকা ও ব্রাদার্সকে ২৫ হাজার জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।

মারামারি কাণ্ডের কারণে শেখ জামালের শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদ ফাহিম এবং ব্রাদার্সের ছামির উল্লাহরাকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা অবশ্য শেষ হয়েছে ইতোমধ্যেই।

গত ১৭ অগাস্ট মোহামেডানের বিপক্ষে ম্যাচে কর্নারের গোল হলেও রহমতগঞ্জ কর্নারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলায় খেলা বন্ধ ছিল চার মিনিট। প্রতি মিনিটের জন্য ডিসিপ্লিনারি কমিটি ৩ হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে রহমতগঞ্জকে।

বলবয়দের মারামারি কাণ্ডে ১০ হাজার টাকা করে জরিমানা গুণতে হচ্ছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জকে। গত ১৭ অগাস্ট দুই দলের ম্যাচর সময় তাদের বলবয়রা মারামারিতে জড়িয়ে পড়েছিলেন।