ইউভেন্তুস কোচ জানিয়ে দিলেন, ক্লাব ছাড়ছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2021 07:33 PM BdST Updated: 27 Aug 2021 07:33 PM BdST
ক্রিস্তিয়ানো রোনালদোর ইউভেন্তস ছাড়ার গুঞ্জন এবার বাস্তব ভিত পেল। দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি নিশ্চিত করেছেন, ক্লাব ছাড়তে চাওয়ার কথা তাদের জানিয়ে দিয়েছেন রোনালদো।
রোনালদোর দলবদল নিয়ে নানা কথা উড়ে বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই। ম্যানচেস্টার সিটির বাতাসে ভেসেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজির নাম। তবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সবই উড়ো খবর।
পরের কয়েক দিনে বদলে যায় চিত্র। গনমাধ্যমের খবর, রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস সরাসরি যোগাযোগ করেছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলার দলের সঙ্গে। গুঞ্জন চলছে, সাবেক ম্যানচেস্টার ইউনাউটেড ও রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে মৌখিক চুক্তিও সেরে ফেলেছে প্রিমিয়ার লিগের দলটি।
সেরি আ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এম্পোলির মুখোমুখি হওয়ার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আল্লেগ্রি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেন রোনালদোর ক্লাব ছাড়ার অগ্রগতি।
“ক্রিস্তিয়ানো রোনালদো গতকাল আমাকে বলেছে, অবিলম্বে সে ইউভেন্তস ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত। এই কারণেই সে আজ অনুশীলন করেনি এবং আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচে সে থাকছে না।”
গ্রীষ্মকালীন দলবদলের প্রায় শেষ দিকে এসে অনেকটা চমকে দিয়েই রোনালদোর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন রোনালদো। দলের পরিকল্পনাও তাতে ব্যহত হওয়ার কথা। তবে আল্লেগ্রি তাতে বিরক্ত নন, বরং ভবিষ্যতের জন্য জানালেন শুভ কামনা।
"ক্রিস্তিয়ানো রোনালদো আমাকে হতাশ করেনি। সে ইউভেন্তস ছাড়তে চায় এবং সে একটি সিদ্ধান্ত নিয়েছে, এখানে তিন বছর থাকার পর সে একটি নতুন ক্লাব খুঁজছে। অনেক গ্রেট ও চ্যাম্পিয়ন ফুটবলার, এমনকি দারুণ সব ম্যানেজার ক্লাব ছেড়ে গেছে। এটাই জীবনের নিয়ম। কিন্তু ক্লাব সবসময় থেকে যাবে।
“ক্রিস্তিয়ানো ক্লাবের জন্য অনেক করেছে। সে দারুণ এক চ্যাম্পিয়ন। যেখানেই খেলুক, তার জন্য আমার শুভ কামনা থাকবে। এখানে তার অবদান ছিল অনেক। আমি যে মৌসুমে ট্রেনিং করিয়েছি, সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই ইউভেন্তুতের জন্য সে যা করেছে, সেজন্য কেবল কৃতজ্ঞতাই জানানো যেতে পারে।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’