ইংল্যান্ড দলে প্রথমবার বমফোর্ড

প্রিমিয়ার লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন প্যাট্রিক বমফোর্ড। বিশ্বকাপ বাছাইয়ের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন লিডস ইউনাইটেডের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 04:23 PM
Updated : 26 August 2021, 04:23 PM

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বৃহস্পতিবার গ্যারেথ সাউথগেটের ঘোষিত ২৫ জনের দলে নতুন একটিই। চোটের কারনে ইউরোয় খেলতে না পারা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও জেসে লিনগার্ড ফিরেছেন দলে।

গত মাসে ইউরোয় রানার্সআপ হওয়া দলে নেই বিশেষ কোনো চমক। চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড ও ফিল ফোডেন। বাদ পড়েছেন ডেলে আলি, জেসে লিংগার্ড, ম্যাসন গ্রিনউড ও বেন চিলওয়েল।

বাছাইপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী বৃহস্পতিবার হাঙ্গেরির বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ২ সেপ্টম্বর ওয়েম্বলিতে এন্ডোরার মুখোমুখি হবে তারা। ৮ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে খেলবে সাউথগ্যাটের দল।

ইল্যান্ড দল: 

গোলরক্ষক: নিক পোপ (বার্নলি), স্যাম জনস্টোন (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), জর্ডান পিকফোর্ড (এভারটন)

ডিফেন্ডার: ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল), কনর কোডি (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রিস জেমস (চেলসি), হ্যারি ম্যাগুইয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), টাইরন মিঙ্গস (অ্যাস্টন ভিলা), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কিরান ট্রিপিয়ার (আতলেতিকো মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (বরুশিয়া ডর্টমুন্ড), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), ম্যাসন মাউন্ট (চেলসি), কেলভিন ফিলিপস (লিডস ইউনাইটেড), ডেকল্যান রাইস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), জেসে লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)

ফরোয়ার্ড: ডমিনিক ক্যালভার্ট-লুইন (এভারটন), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), বুকায়ো সাকা (আর্সেনাল), জেডন স্যানচো (ম্যানচেস্টার ইউনাইটেপড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), প্যাট্রিক বমফোর্ড (লিডস ইউনাইটেড)