ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকবে দর্শক

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে ব্রাজিল। ১২ হজার দর্শককে মাঠে বসে দুই চীরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ করে দিচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 06:00 PM
Updated : 25 August 2021, 06:01 PM

এক বিবৃতিতে মঙ্গলবার ফুটবলপ্রেমীদের এই সুখবরটি জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

“ম্যাচটি সাও পাওলো রাজ্যে বড় ক্রীড়া ইভেন্টে ভক্তদের উপস্থিতির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।”

ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর রাত ১টায় করেন্থিয়ান্স নিও কিমিকা অ্যারেনায়। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪জন।

গত বছর বিশ্বজুড়ে প্রাণঘাতী কোভিড-১৯ আঘাত হানার পর থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে ব্রাজিলে।

এই ভাইরাসে এ পর্যন্ত ব্রাজিলে মারা গেছে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। তবে সম্প্রতি মৃত্যুর হার কমছে এবং টিকা নেওয়ার হার বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থার দিকে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

এই ম্যাচের আগে ও পরে বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল।

আকর্ষনীয় এই ম্যাচে অবশ্য জেগেছে তারকা ফুটবলারদের হারানোর শঙ্কা। কোয়ারেন্টিন ইস্যুতে খেলোয়াড়দের ছাড়তে চাইছে না ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার দলগুলো।

ছয় রাউন্ড শেষে শতভাগ জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। তাদের পয়েন্ট ১৮। তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।