বাংলাদেশ দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত দুই প্রবাসী ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2021 07:03 PM BdST Updated: 25 Aug 2021 07:03 PM BdST
জামাল ভূইয়া, কাজী তারিক রায়হানের পর এবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার। ফ্রান্স প্রবাসী নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান দেশের হয়ে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। দুই জনই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের ফুটবলকে সাফল্য এনে দেওয়ার।
অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টের জন্য গত মঙ্গলবার ৩ জনের দল দিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে।
রাহবার খেলেন কানাডার নর্থ টরেন্টো সকার ক্লাবের হয়ে। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বাংলাদেশের জার্সি গায়ে তুলতে তর সইছে না। ভিডিও বার্তায় প্রতিশ্রুতি দিলেন যেভাবেই হোক, দেশকে সাফল্য এনে দেওয়াই তার লক্ষ্য।
“এটা আমার প্রথম জাতীয় দলে ডাক পাওয়া। তিন জাতি টুর্নামেন্টের দলে যোগ দেওয়ার জন্য আমি খুবই আপ্লুত এবং শিহরিত। সবসময় আমার মনোযোগ থাকবে সেরা একাদশে সুযোগ পাওয়ার, গোল করে হোক, জয় এনে দিয়ে হোক, যেভাবেই হোক দলকে সাহায্য করার।”
“কোচ জেমি খুবই সাপোর্টিভ। এরই মধ্যে সে ফরমেশনসহ আমাকে সবকিছু বলেছে। তিনি বলেছেন সব খেলোয়াড়রাই খুবই আন্তরিক। পুরো দলের সঙ্গে যোগ দিতে আমার তর সইছে না। এই সুযোগ পেয়ে খুবই শিহরিত। আমার জন্য, পরিবারের জন্য, আমার সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। ইনশাল্লাহ দ্রুতই সবার সঙ্গে দেখা হবে।”
তাহমিদ খেলেন ফ্রান্সের ইউএসএসএ ভেরতু ক্লাবের হয়ে খেলেন। ১৮ বছর বয়সী তরুণ এই ডিফেন্ডারও চান দেশের মুখ উজ্জ্বল করতে।
“বাংলাদেশ দলের জন্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছি। এজন্য আনন্দ অনুভব করছি। জাতীয় দলের জন্য আমাকে ডাকা হয়েছি। জেমি ডে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।”
“দেশবাসীর নিকট দোয়া চাই, যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। বাংলাদেশের ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি। আশা করি, করোনাকালীন সময়ে সবাই পরামর্শ মেনে চলবেন। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। দ্রুতই দেখা হবে।”
আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতায় অপর দল ফিলিস্তিন।
৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান ও দুই দিন পর কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে জেমির দল।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টিতে খেলা বন্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন