৫ বছরের চুক্তিতে আতলেতিকোয় ব্রাজিলের কুনইয়া

হের্টা বার্লিন থেকে মাথেউস কুনইয়াকে দলে টানতে জার্মান দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 12:31 PM
Updated : 25 August 2021, 03:37 PM

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে লা লিগা চ্যাম্পিয়নরা। ২২ বছর বয়সী এই ফুটবলারের ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তার জন্য আতলেতিকোকে গুনতে হচ্ছে প্রায় ৩ কোটি ইউরো।

ব্রাজিলিয়ান ক্লাব কুরিচিবার একাডেমিতে বেড়ে ওঠা কুনইয়া ২০১৭ সালে পাড়ি জমান ইউরোপে, যোগ দিয়েন সুইস ক্লাব সিওনে। দলটির হয়ে ২৯ ম্যাচে ১০ গোল করার পাশাপাশি করান ৮টি।

এরপর যোগ দেন লাইপজিগে। সেখানে দুই মৌসুম খেলার পর ২০১৯ সালে নাম লেখান হের্টা বার্লিনে। বুন্ডেসলিগার দলটির হয়ে ৩২ ম্যাচে তিনি গোল করেন ১৩টি, অ্যাসিস্ট ১০টি।

গত বছরের অক্টোবরে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পান কুনইয়া। সম্প্রতি টোকিও অলিম্পিকের ফুটবলে ব্রাজিলের সোনা জয়ে তার ছিল বড় অবদান। সেমি-ফাইনাল ছাড়া আসরে দলের প্রতিটি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গোল করেন ৩টি।

বিভিন্ন পিজিশনে খেলতে পারেন তিনি, স্ট্রাইকার, উইঙ্গার, এমনকি এটাকিং মিডফিল্ডার হিসেবেও।