জাতীয় দলে ডাক পাওয়ার দিনে আতিকুজ্জামানের গোল
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2021 08:05 PM BdST Updated: 24 Aug 2021 08:05 PM BdST
-
মোহামেডানে ৫ নম্বর জার্সি পরে খেলেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া মোহাম্মদ আতিকুজ্জামান। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন
প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব পারেনি প্রত্যাশিত আলো ছড়াতে। কিন্তু দলটির রক্ষণে মোহাম্মদ আতিকুজ্জামানের পারফরম্যান্স মনে ধরেছে জাতীয় দলের কোচ জেমি ডের। ২১ বছর বয়সী এই ডিফেন্ডারকে কোচ রেখেছেন কিরগিজস্তানের টুর্নামেন্টের জন্য দেওয়া ২৩ জনের দল। এমন দিনটি আতিকুজ্জামান রাঙিয়েছেন মোহামেডানের জয়ে গোল করে।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারায় মোহামেডান। প্রথমার্ধের এক পর্যায়ে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শন লেনের দল। ৩০তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান উয়াটচিং দলকে এগিয়ে নেওয়ার পর ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আতিকুজ্জামান।
একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। ২৯তম মিনিটে জন ওকোলি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে কাট ব্যাক করার পর পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড দারুণ শটে জাল খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণের সঙ্গে জয়ও নিশ্চিত করে নেয় সাইফ স্পোর্টিং। ইয়াসিন আরাফাতের ক্রস হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ। বলের লাইনে থাকলেও গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল আটকাতে পারেননি।
২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা সাইফ স্পোর্টিং ৪১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
দশম হারের তেতো স্বাদ পাওয়া পুলিশ এফসি ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ২৩ ম্যাচে দ্বাদশ হারে ১৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ১৯ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল