করোনাভাইরাস: প্রিমিয়ার লিগে ১৬জন আক্রান্ত

ইংলিশ প্রিমিয়ার লিগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবশেষ তিন হাজার ৬০ জন খেলোয়াড় ও স্টাফের করা কোভিড-১৯ পরীক্ষায় ১৬ জনের ফল এসেছে পজিটিভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 03:54 PM
Updated : 23 August 2021, 03:54 PM

গত ১৬ থেকে ২২ অগাস্টের মধ্যে তৃতীয় রাউন্ডের এই পরীক্ষা করা হয় বলে সোমবার জানায় লিগ কর্তৃপক্ষ। প্রথম দুই সপ্তাহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ২০ জনের শরীরে।

গত সপ্তাহে পজিটিভ হওয়াদের মধ্যে ছিলেন চেলসির ক্রিস্তিয়ান পুলিসিক ও আর্সেনালের নতুন খেলোয়াড় বেন হোয়াইট। গত রোববার এমিরেটস স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটিতে খেলতে পারেননি কেউই। ম্যাচটি ২-০ গোলে জেতে চেলসি।

এর আগে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম ম্যাচে ছিলেন না পিয়েরে-এমেরিক আউবামেয়াং, আলেকসঁদ লাকাজেত, উইলিয়ান ও গোলরক্ষক আলেক্স রুনারসন। গত রাউন্ডের খেলায় ফিরেছিলেন আউবামেয়াং।