পয়েন্ট ছুঁড়ে ফেলে এসেছি: আনচেলত্তি

লেভান্তের বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলা রিয়াল মাদ্রিদ খেই হারায় বিরতির পর। তাতে হারাতে হয় মূল্যবান দুটি পয়েন্ট। দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে তাই ভীষণ হতাশ এবং ক্ষুব্ধ দলটির কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 10:12 AM
Updated : 23 August 2021, 10:13 AM

লা লিগায় রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-৩ ড্র করে রিয়াল। অথচ ম্যাচে তাদের শুরুটা হয় দারুণ।

পঞ্চম মিনিটেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় লেভান্তে। এর পরই বদলি নামা ভিনিসিউস জুনিয়র ৭৩তম মিনিটে গোল করে ম্যাচে রাখেন রিয়ালকে।

পাঁচ মিনিট পর রবের পিয়েরের গোলে আবার এগিয়ে যায় লেভান্তে। তাদের আরেকটি প্রচেষ্টা পোস্টে না লাগলে ব্যবধান হতে পারত ৪-২। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ভিনিসিউসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে রিয়াল।

বদলি নেমে দুইবার রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র

শেষ দিকে স্বাগতিক গোলরক্ষক সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তাদের গোলপোস্টের নিচে দাঁড়ান আউটফিল্ড খেলোয়াড়। সেটির সুযোগ নিতে পারেনি সফরকারীরা। ম্যাচ শেষে দলের দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রিয়াল কোচ আনচেলত্তি।

“সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ছিলাম খুবই ধারহীন, রিয়াল মাদ্রিদের কাছে যা কেউ আশা করে না। আজ আমরা দুটি পয়েন্ট ছুঁড়ে ফেলে এসেছি।”

“এটা ব্যাখ্যা করা কঠিন। খেলোয়াড়দের বলেছিলাম, যেকোনো ছোট-খাট ভুলের চড়া মূল্য দিতে হতে পারে, সেটাই হয়েছে। এখান থেকে আমরা বাজে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। কারণ, প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্সের পর আমাদের এক পয়েন্টের বেশি পাওয়া উচিত ছিল।”

আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের জয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল রিয়াল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে বার্সেলোনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ।