গোলরক্ষকের ভুলে পয়েন্ট হারাল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2021 12:36 AM BdST Updated: 23 Aug 2021 01:27 AM BdST
প্রথমার্ধজুড়ে দাপুটে পারফরম্যান্সে দুই গোল করে এগিয়ে যাওয়া ইউভেন্তুস বিরতির পর ছন্দ হারাল। মারাত্মক ভুল করে বসলেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলের নতুন মৌসুমের শুরুটা হলো ভীষণ হতাশায়।
সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে রোববার উদিনেজের মাঠে ২-২ ড্র করেছে ইউভেন্তুস। তাদের দুই গোলদাতা পাওলো দিবালা ও হুয়ান কুয়াদরাদো।
উদিনেজের হয়ে একটি করে গোল করেন রবের্তো পেরেইরা ও জেরার্দ দেউলোফেউ।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ দিকে জালে বল পাঠিয়ে উৎসবে মেতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

অথচ ইউভেন্তুসের ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। ডি-বক্সে রদ্রিগো বেন্তানকুরের পাসে কাছ থেকে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

৫১তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান আর্জেন্টাইন মিডফিল্ডার পেরেইরা। ইউভেন্তুস গোলরক্ষক স্ট্যাসনি প্রতিপক্ষের একজনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বদলি নামার একটু পরই ভালো একটি সুযোগ পান রোনালদো। সতীর্থের ফ্রি কিকে ডি-বক্সে পর্তুগিজ মহাতারকার হেড পোস্টের বাইরে দিয়ে যায়।
৬৩তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি ইউভেন্তুস। ডি-বক্সের বাইরে থেকে বেন্তানকুরের জোরালো শট পোস্টে লাগে।

যোগ করা সময়ে ফেদেরিকো চিয়েসার ক্রসে ডি-বসে লাফিয়ে হেডে বল জালে পাঠান রোনালদো। জার্সি খুলে সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন তিনি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। হতাশায় মাঠ ছাড়েন ইউভেন্তুসের খেলোয়াড়রা।
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু