র্যাশফোর্ডকে স্বরূপে পাওয়ার আশা সুলশারের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2021 09:29 PM BdST Updated: 22 Aug 2021 10:04 PM BdST
সফল অস্ত্রোপচার শেষে মাঠের ফেরার প্রক্রিয়া শুরু করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড। কোচ উলে গুনার সুলশার নিশ্চিত করেছেন, ক্লাবের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত মৌসুমের শেষ দিকে পাওয়া কাঁধের চোটে র্যাশফোর্ড ভুগছিলেন অনেকদিন ধরে। চোট নিয়েই অংশ নিয়েছিলেন ইংল্যান্ডের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হেরে রানার্সআপ হওয়া ইংলিশদের মিস করা তিনটি পেনাল্টির একটি নিয়েছিলেন তিনি।
গত সপ্তাহে র্যাশফোর্ড নিজেই জানিয়েছিলেন, সফলভাবে সম্পন্ন হয়েছে কাঁধের অস্ত্রোপচার। ক্লাবের ওয়েবসাইটে সুলশার আশাবাদ জানান, পুরোপুরি সুস্থ হয়ে আবার স্বরুপে ফিরে আসবেন এই ফরোয়ার্ড।
“অস্ত্রোপচারের পর তাকে খুব খুশি দেখাচ্ছিল। সে জিমে কাজ করছে, আমরা তাকে প্রতিদিন দেখছি। যখন মাঠে ফেরার কাছাকাছি চলে আসবে, তখন সে নিজেই ব্যাকুল হয়ে উঠবে।”
“অবশ্যই, যখন কেউ আঘাত পায়, তখন সেটা তার জন্য কঠিন একটি সময়। একই সঙ্গে এটি আবারও নিজেকে নিয়ে ভাবা এবং ফিরে পাওয়ারও সময়। আমরা আশা করছি মার্কাসের ক্ষেত্রেও তাই হবে।”
র্যাশফোর্ডের মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু নিশ্চিত করেননি সুলশার। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, আরও প্রায় ১২ সপ্তাহ বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। ফলে মিস করতে যাচ্ছেন ইউনাইটেডের মৌসুমের শুরুর দিকের বড় একটি অংশ।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো