পায়ের পেশির সমস্যায় পিকে

আতলেথিক বিলবাওয়ের বিপক্ষে প্রথমার্ধে মাঠ ছাড়া বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্দ পিকে পেশির সমস্যায় ভুগছেন। কোচ রোনাল্ড কুমানের ধারণা, তার চোট গুরুতর কিছু নয়। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2021, 10:51 AM
Updated : 22 August 2021, 10:51 AM

এক বিবৃতিতে কাতালান ক্লাবটি রোববার জানিয়েছে, পিকের চোটের প্রকৃত অবস্থা জানা যাবে আরও পরীক্ষার পর।

সান মামেসে শনিবার লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন বার্সেলোনার অভিজ্ঞ এই ডিফেন্ডার। এরপরও চেষ্টা করছিলেন চালিয়ে যাওয়ার, কিন্তু পেরে ওঠেননি।

আগে থেকেই একটা অস্বস্তি ছিল। চিকিৎসকরা তাই এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছিলেন পিকেকে। সেটা না নিয়ে শুরু থেকেই খেলেন তিনি। ৩০তম মিনিটে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে। তার জায়গায় নামেন তরুণ সেন্টার-ব্যাক রোনালদ আরাহো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কুমান জানান, পিকের চোট ‘অতটা গুরুতর নয়।’

মৌসুমে ৩৪ বছর বয়সী পিকের দ্বিতীয় ম্যাচ এটি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পাওয়া মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার প্রথম গোলটি করেছিলেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিয়ার্ড।