নরিচকে উড়িয়ে সিটির প্রথম জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2021 10:07 PM BdST Updated: 21 Aug 2021 10:51 PM BdST
-
নরিচ সিটির বিপক্ষে প্রথম গোলের পর ম্যানচেস্টার সিটির উদযাপন।
আক্রমণাত্মক ফুটবলে প্রিমিয়ার লিগে ফেরা নরিচ সিটির জালে গোল উৎসবে মাতল ম্যানচেস্টার সিটি। তাতে দুই মৌসুম মিলিয়ে টানা তিন হারের পর জয়ের দেখা পেল পেপ গুয়ার্দিওলার দল।
নিজেদের মাঠ ইতিহাদে শনিবার ৫-০ গোলে জিতেছে সিটি। প্রতিপক্ষ গোলরক্ষক টিম ক্রুলের আত্মঘাতি গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দলটির সবচেয়ে দামী ফুটবলার জ্যাক গ্রিলিশ। দ্বিতীয়ার্ধে স্কোরবোর্ডে নাম লেখান রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও এমেরিক লাপোর্ত।
ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নেয় সিটি, এর মধ্যে লক্ষ্যে থাকা চার শটেই মেলে জালের দেখা। বিপরীতে কেবল একটি শট নিতে পারে নরিচ, সেটাও ছিল না লক্ষ্যে।
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা সিটি এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটে। এতে অবশ্য ভাগ্যেরও কিছুটা সহায়তা ছিল। গাব্রিয়েল জেসুসের নিচু ভলি গোলমুখ থেকে পা বাড়িয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন সেন্টার-ব্যাক গ্রান্ট হ্যানলি। তার পা থেকে বল গোলরক্ষক ক্রুলের গায়ে লেগে জালে জড়ায়।
নয় মিনিট পর জালে বল পাঠান ফেররান তরেস। কিন্তু ভিএআরে দেখে গোল দেননি রেফারি। আক্রমণের শুরুতে ফাউল করেছিল সিটি।
২২তম মিনিটে সিটির হয়ে প্রথম গোলের দেখা পেয়ে যান চলতি দলবদলে রেকর্ড ১০ কোটি পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে যোগ দেওয়া গ্রিলিশ। ডান প্রান্ত থেকে জেসুসের নিচু ক্রস চারজন খেলোয়াড় পেরিয়ে দূরের পোস্টে পেয়ে যান এই ইংলিশ মিডফিল্ডার। বল তার বাঁ পায়ে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধে গোলের জন্য কোনো শটই নিতে না পারা নরিচ দ্বিতীয়ার্ধে আরও কোণঠাসা হয়ে পড়ে।
৬৪তম মিনিটে কর্নার থেকে ডি বক্সে জটলার মধ্যে বল পেয়ে ব্যবধান বাড়ান ফরাসি ডিফেন্ডার লাপোর্ত।
সাত মিনিট পর ব্যবধান ৪-০ করে দেন বদলি নামা স্টার্লিং। ডান প্রান্তে কাইল ওয়াকারের থ্রু পাস পেয়ে গোলমুখে ক্রস দেন জেসুস। ডান পায়ে সহজেই লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।
৮৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আরেক বদলি খেলোয়াড় মাহরেজ। মাঝমাঠ থেকে উঁচু পাসে ডি বক্সে ফাঁকায় তাকে খুঁজে নেন রুবেন দিয়াস। বলের নিয়ন্ত্রণ নিয়ে দূরের পোস্টে নেওয়া মাহরেজের নিচু শট পোস্টে লেগে ঠিকানা খুঁজে নেয়।
দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লিভারপুল। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর