রাঁসের বিপক্ষে মেসিকে খেলানোর ইঙ্গিত পচেত্তিনোর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2021 09:53 PM BdST Updated: 21 Aug 2021 10:48 PM BdST
লিগ ওয়ানে শুরুটা ভালো করেছে পিএসজি। তবে তাদের টানা তিন জয় ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটির হয়ে লিওনেল মেসির অভিষেক। কোচ মাওরিসিও পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে মেসির পিএসজি অধ্যায়।
বার্সেলোনার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্কের অবসান ঘটে কাম্প নউয়ের দলটির আর্থিক দুরবস্থা ও লা লিগার ফিনান্সিয়্যাল ফেয়ার প্লে নিয়মের বাধ্যবাধকতায়। এরপর ফ্রি ট্রান্সফারের নেইমার-এমবাপেদের দলে যোগ দেন এই ফুটবল মহাতারকা। তবে কোপা আমেরিকার পর থেকে মাঠের বাইরে থাকায় মেসিকে মাঠে নামাতে তাড়াহুড়া করছে না প্যারিসের দলটি।
কিন্তু সমর্থকদের যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তারই প্রতিফলন ঘটেছে গত রাতে পিএসজির ৪-২ গোলে বেস্তের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে। স্কোয়াডে মেসি থাকবেন কি না সেটা নিশ্চিত না হয়েই সব টিকেট আগাম কিনে নিয়েছিলেন সমর্থকরা।
২৯ অগাস্ট রাঁসের বিপক্ষে ম্যাচেই মেসির অভিষেক হতে যাচ্ছে কি না - এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও পচেত্তিনো আভাস দিয়েছেন, সবকিছু ঠিকমত এগিয়ে গেলে আগামী সপ্তাহে পিএসজির জার্সি গায়ে প্রথমবারের মতো লিগ ওয়ানে দেখা যেতে পারে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে।
“সপ্তাহটি লিওর জন্য খুব ভালো ছিল, তাই আমরা আশাবাদী আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যাবে।”
“পরের সপ্তাহটি লম্বা হতে যাচ্ছে, কিন্তু সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা আশা করি সে স্কোয়াডে থাকতে পারে এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে শুরু করতে পারে (রাঁসের বিপক্ষে)।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি