‘রোনালদো কখনই ইউভেন্তুস ছাড়তে চায়নি’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2021 09:22 PM BdST Updated: 21 Aug 2021 09:22 PM BdST
গুঞ্জন উঠেছিল ইউভেন্তুস ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেকে নিয়ে সংবাদমাধ্যমে মনগড়া কথাবার্তায় ক্ষিপ্ত পর্তুগিজ তারকা নিজেই সেই গুঞ্জনে জল ঢেলে জানিয়েছিলেন, তিনি ক্লাব ছাড়ছেন না। এবার তুরিনের ক্লাবটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি জানালেন, রোনালদো কখনই ক্লাব ছাড়ার কথা বলেননি।
সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি চমক জাগিয়ে পিএসজিতে যোগ দেয়ার পর হঠাৎ করেই যেন বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে রোনালদোর দলবদল নিয়ে। তার পরবর্তী গন্তব্যের তালিকায় যুক্ত হয়েছিল সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এমনকি মেসি-নেইমারদের পিএসজিও।
রোনালদোর আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও নিশ্চিত করেন, তার দল রোনালদোকে ক্লাবে ফেরানোর কোনো চেষ্টা করেনি।
চলতি মৌসুমে ইউভেন্তুসের নতুন কোচ হওয়া আল্লেগ্রির কাছে ৩৬ বছর বয়সী তারকার ক্লাব ছাড়ার বিষয়টি গুঞ্জন ছাড়া আর কিছুই না। জানিয়েছেন, রোনালদো আগেই তার ক্লাবে থাকাটা নিশ্চিত করেছিলেন। আল্লেগ্রির লক্ষ্য এখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সেরাটা বের করে আনা।
“সে সবসময় ভালোভাবে অনুশীলন করেছে, আমি শুধু খবরের কাগজে গুঞ্জন পড়েছি। সে আমাদের কখনো বলেনি যে সে চলে যেতে চায়। রোনালদো আমাকে বলেছিল সে ইউভেন্তুসেই থাকছে।”
“সে আমাদের জন্য একটি বাড়তি বোনাস, কারণ সে অসংখ্য গোলের নিশ্চয়তা দেয়। স্পষ্টতই, একজন খেলোয়াড়ের সেরাটা পেতে হলে আমাদের একটি দল হিসেবেও কাজ করতে হবে।”
দ্বিতীয় মেয়াদে ইউভেন্তুসে ফেরার আগে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত দলটির দায়িত্বে ছিলেন আল্লেগ্রি। সেই সময়ে তার কোচিংয়ে টানা পাঁচটি সেরি আ ও চারটি ইতালিয়ান কাপের শিরোপা জেতা ইউভেন্তুস দুইবার উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
ইউভেন্তুস থেকে বিদায় নেওয়ার পর মাঝে আর কোনো দলের দায়িত্ব নেননি আল্লেগ্রি। দলের কাছে এই ইতালিয়ান কোচের চাওয়া, দল যেন ধারাবাহিকতা ধরে রেখে সম্ভাব্য সব শিরোপা জয়ের জন্য লড়াই চালিয়ে যায়।
“আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে সেরি আ জিততে হলে আমাদের শারীরিক, প্রযুক্তিগত এবং মানসিক দিক নিয়ে প্রতিদিন কাজ করতে হবে। যদি আমরা মার্চে (২০২২) শিরোপা জেতার লড়াইয়ে থাকি, তার মানে দাঁড়াবে, দল ভারসাম্য খুঁজে পেয়েছে।”
রোববার উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে ইউভেন্তুস।
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত