সালাহকে ধরে রাখতে চায় লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2021 05:15 PM BdST Updated: 21 Aug 2021 05:15 PM BdST
-
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ও ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ফাইল ছবি
দলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর সঙ্গে চুক্তি নবায়নের কথা ভাবছে লিভারপুল। কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
২০১৭ সালে সেরি আর দল এএস রোমা থেকে পাঁচ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেন সালাহ। এখনও চুক্তির মেয়াদ আছে দুই বছর।
ক্লপের দলের মূল খেলোয়াড়দের একজন ২৯ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে করেছেন ১২৬ গোল। জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দ্বিতীয় ম্যাচে শনিবার লিভারপুলের প্রতিপক্ষ বার্নলি। আগের দিন শুক্রবার ক্লাবটির ওয়েবসাইটে প্রকাশিত ক্লপের সাক্ষাৎকারে উঠে আসে সালাহর চুক্তি নবায়ন প্রসঙ্গ।
“আমি ক্লাবের প্রায় সবকিছুর সঙ্গেই জড়িত। আমাকে ছাড়া হয়তো কিছু আলোচনা হয়, এটা সম্ভব, কিন্তু তা ছাড়া আমি সব বিষয়ে জানি।”
“মো (সালাহ) অবশ্যই ফুটবলের দিক দিয়ে খুব ভালো সময়ে আছে… যখন কথা হওয়ার, হয়; যখন একটা সিদ্ধান্ত হবে, আমরা আপনাদের জানাব।”
চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এটা দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত বলে মনে করেন এই জার্মান কোচ।
“চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত, গুরুত্বপূর্ণ হলো বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ কীভাবে একসঙ্গে কাজ করে। যদি এটা ঠিকঠাকভাবে হয়… তাহলে আমাদের আর অন্য কিছু নিয়ে কথা বলতে হবে না। আপনারা ভেবে নিতে পারেন, চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকতে আলোচনা হয় এবং সেটাই হচ্ছে।”
লিভারপুল সম্প্রতি লম্বা সময়ের জন্য চুক্তি নবায়ন করেছে মিডফিল্ডার ফাবিনিয়ো ও গোলরক্ষক আলিসনের সঙ্গে। নতুন চুক্তিপত্রে সই করেছেন দুই ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও ভার্জিল ফন ডাইকও। অধিনায়ক জর্ডান হেন্ডারসনও চুক্তি নবায়নের খুব কাছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ক্লপ।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’