আর্জেন্টিনা ম্যাচের আগে সরে গেলেন ভেনেজুয়েলা কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2021 04:14 PM BdST Updated: 21 Aug 2021 04:14 PM BdST
বিশ্বকাপের বাছাই পর্বে এমনিতেই খুব একটা ভালো অবস্থায় নেই ভেনেজুয়েলা। সামনে রয়েছে আর্জেন্টিনা, পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে বড় একটি ধাক্কা খেয়েছে দলটি। হুট করেই তাদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জোসে পেসেইরো।
কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন পেসেইরো। নিজের ও বাকি স্টাফদের পারিশ্রমিক সময়মতো না পাওয়ার অভিযোগ করেছেন পর্তুগিজ এই কোচ।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার কোচের দায়িত্ব নেন পর্তুগালের দল স্পোর্তিং ও পোর্তোর সাবেক কোচ পেসেইরো। তার কোচিংয়ে আগামী ২ সেপ্টেম্বর আর্জেন্টিনা, ৫ সেপ্টেম্বর পেরু ও ৯ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা ছিল লাতিন আমেরিকার দলটির। কিন্তু ৬১ বছর বয়সী এই কোচ মাঠের লড়াই শুরুর ঠিক দিন দশেক আগেই ছেড়ে দিলেন দায়িত্ব।
বিবৃতিতে শনিবার পেসেইরোর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জর্জ হিমেনেস।
“গতকাল আমরা জোসে পেসেইরোর কাছ থেকে একটি চিঠি পেয়েছি যে, তার ও তার দলের পারিশ্রমিক ঠিক মতো না পাওয়ার কারণে তিনি চুক্তি বাতিল করেছেন।”
“তার সঙ্গে গতরাতে আমাদের কথা হয়েছে। তাকে বুঝাতে পেরেছিলাম যে, গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচের কেবল কয়েকদিন আগে তার পদত্যাগ গ্রহণ করা বেশ কঠিন। তিনি কিছুটা সময় চেয়েছিলেন এবং আজ সকাল সাড়ে ৮টায় জানিয়েছেন, তারা দায়িত্ব চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারা দক্ষিণ আমেরিকার এক মাত্র দল ভেনেজুয়েলা। এবারও দলটি ভালো অবস্থায় নেই। ১০ দলের বাছাইপর্বে ৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে তারা আছে নয় নম্বরে।
২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষ চার দল সরাসরি অংশ গ্রহণ করবে। পঞ্চম স্থানে থাকা দলটি খেলবে আন্ত মহাদেশীয় প্লে-অফে।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা