মোহামেডানকে পেছনেই রাখল চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2021 06:21 PM BdST Updated: 20 Aug 2021 06:21 PM BdST
-
ফাইল ছবি
দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেননি চট্টগ্রাম আবাহনী। তবে প্রিমিয়ার লিগে আপাতত মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপরে থাকার তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। লিগের প্রথম পর্বে দুই দলের ম্যাচ ১-১ ড্র হয়েছিল।
আগের ম্যাচ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরে যাওয়া চট্টগ্রাম আবাহনী ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। ডান দিক থেকে রাকিব হোসেনের ফ্রি কিকে চার্লস দিদিয়ের হেডে লক্ষ্যভেদ করেন।
আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে মোহামেডানের সমতার স্বস্তি ফিরে ২২তম মিনিটে। শাহেদ হোসেনের কর্নারে জাফর ইকবাল হেডে জাল খুঁজে নেন।
মোহামেডানের স্বস্তি অবশ্য টিকে মাত্র তিন মিনিট। দিদিয়েরের ছোট পাস ধরে চিনেডু ম্যাথিউয়ের শট জালে জড়ালে ফের এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। গোলরক্ষক সুজন হোসেন ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও শেষ রক্ষা হয়নি।
৩২তম মিনিটে ডি বক্সে শওকত রাসেলের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সুলেমান দিয়াবাতের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাঈম।
দ্বিতীয়ার্ধে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় সমতায় ফিরে মোহামেডান। ৫৯তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডাররা কর্নার বিপদমুক্ত করার বক্সের বাইরে বল পেয়ে যান আমির হাকিম বাপ্পী। মোহামেডানের এই তরুণ ফরোয়ার্ডের শট একজনের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি।
২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ের পর ড্র করা মোহামেডান ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
লিগে চট্টগ্রাম আবাহনীর বাকি এক ম্যাচ; মোহামেডানের বাকি দুটি।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল