করোনাভাইরাসে আক্রান্ত আর্সেনালের ৩ খেলোয়াড়

কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং। গ্যাবনের এই ফরোয়ার্ড সেরে উঠলেও দলটির আরও তিন খেলোয়াড় এখনও করোনাভাইরাস পজিটিভ রয়ে গেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2021, 10:00 AM
Updated : 20 August 2021, 10:00 AM

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানায় লন্ডনের ক্লাবটি। একই কারণে গত শুক্রবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলে দলের হারের ম্যাচে ছিলেন না আলেকসঁদ লাকাজেত। কোভিড-১৯ পজিটিভ বাকি দুই জন হলেন মিডফিল্ডার উইলিয়ান ও গোলরক্ষক আলেক্স রুনারসন।

অবামেয়াং এখন সুস্থ আছেন এবং আগামী রোববার চেলসির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে, যদিও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের বিপক্ষে ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কপালে বাড়তি ভাঁজ ফেলেছে চোট সমস্যা। চোটের কারনে চেলসির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার টমাস পার্টি, গাব্রিয়েল ও ফরোয়ার্ড এডি এনকেটিয়া।