ইউভেন্তুসে ইতালির ইউরো জয়ী লোকাতেল্লি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2021 12:09 AM BdST Updated: 19 Aug 2021 12:11 AM BdST
-
মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি
ইতালির ইউরো-২০২০ জয়ী দলের আরেকজন যুক্ত হলো ইউভেন্তুস শিবিরে। সাস্সুয়োলো থেকে দারুণ সম্ভাবনাময় মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লিকে ধারে দলে টেনেছে তুরিনের ক্লাবটি।
চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ২৩ বছর বয়সী এই খেলোয়াড়কে ২০২২-২৩ মৌসুমের শেষে আড়াই কোটি ইউরোয় কিনতে হবে ইউভেন্তুসকে। আর এই অর্থ তারা পরিশোধ করতে পারবে তিন বছরের কিস্তিতে। বিভিন্ন বোনাস মিলিয়ে সংখ্যাটা বাড়তে পারে তিন কোটি ৭৫ লাখ ইউরো পর্যন্ত।
জুলাইয়ে শেষ হওয়া এবারের ইউরোয় গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন লোকাতেল্লি। জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে মোট তিন গোল করেছেন লিসে জন্ম নেওয়া এই ফুটবলার।
তাকে নিয়ে ইউভেন্তুস দলে ইতালির এবারের ইউরো জয়ী স্কোয়াডের খেলোয়াড় সংখ্যা বেড়ে হলো পাঁচ; আগে থেকেই যেখানে আছেন ফেদেরিকো বের্নারদেস্কি, লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি ও ফেদেরিকো চিয়েসা।
অনভিজ্ঞ কোচ আন্দ্রেয়া পিরলোর হাত ধরে গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি ইউভেন্তুসের। টানা নবমবারের মতো সেরি আ চ্যাম্পিয়ন হিসেবে শুরু করে তারা লিগ শেষ করেছিল চতুর্থ হয়ে।
দ্বিতীয় মেয়াদে দলটির ডাগআউটে ফিরেছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। আগামী রোববার উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে ইউভেন্তুস।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি