এক আবাহনীর জয়, আরেকটির হার

এক দিনে দুই আবাহনী ছুটল দুই দিকে! বৃষ্টিভেজা ভারি মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে আবাহনী তুলে নিল দারুণ জয়। অন্যদিকে পয়েন্ট টেবিলে নিচের দিকের দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরে গেছে চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 12:30 PM
Updated : 17 August 2021, 12:30 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৫-১ গোলে জিতেছে ঢাকা আবাহনী। আর আর্মি স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে চট্টগ্রামের দলটি।

২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে সবশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জেতা আবাহনী। লিগের রানার্সআপ হওয়ার দৌড়ে তাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব; এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। লিগে পঞ্চম জয়ের স্বাদ পাওয়া রহমতগঞ্জ ২১ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ২০১২-১৩ মৌসুমে প্রথম এবং সবশেষ লিগ শিরোপা জেতা শেখ রাসেল।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী এগিয়ে যায় ৩২তম মিনিটে। মাঝমাঠ থেকে সোহেল রানার লম্বা ক্রসে সতীর্থের হেড পাস নিয়ন্ত্রণে নেন সানডে চিজোবা। নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের প্রথম শট গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ফিস্ট করে ফেরালেও শেষ রক্ষা হয়নি। ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন চিজোবা।

আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে আসা শেখ রাসেল সমতায় ফিরে ৬৪তম মিনিটে। বখতিয়ার দুইশবেকভের কর্নার নাসিরউদ্দিন চৌধুরী হেডে ফেরানোর পর আবাহনীর রক্ষণে কিছুটা ঢিলেমি এসেছিল। সেই সুযোগ কাজে লাগান বক্সে থাকা সিওভুস আসরোরভ।

নাসিরউদ্দিনের হেডের পর বক্সের বাইরে থেকে রুম্মন হোসেন শট নিলেও তাতে গতি ছিল না; বল পেয়ে যান আসরোরভ, অনায়াসে শহীদুল আলম সোহেলকে পরাস্ত করেন তাজিকিস্তানের এই ফরোয়ার্ড।

৭০তম মিনিটে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় আবাহনী ফের এগিয়ে যায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি গোলরক্ষক রানা।

দশ মিনিট পর কেরভেন্স ফিলস বেলফোর্টের গোলে আসরে দ্বাদশ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আবাহনীর। ডান দিক থেকে নাসিরউদ্দিনের আড়াআড়ি ক্রস শেখ রাসেলের ডিফেন্ডার হাবিবুর রহমান নোলক হেডে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু বল উঁচুতে উঠে পড়ে বেলফোর্টের সামনে; নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেন হাইতির এই ফরোয়ার্ড।

৮৮তম মিনিটে রাফায়েল ও যোগ করা সময়ে চিজোবা আবারও লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।

আর্মি স্টেডিয়ামে দারুণ জয় পাওয়া রহমতগঞ্জ দুটি গোলই করে ম্যাচের শেষ দিকে। ৮১তম মিনিটে ফিলিক্স চিডি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মাহমুদুল হাসান কিরণ।