পুলিশকে কষ্টে হারাল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2021 06:37 PM BdST Updated: 16 Aug 2021 06:44 PM BdST
-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে চমকে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল পুলিশ এফসি। এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত কষ্টের জয় তুলে নিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান শক্ত করেছে শেখ জামাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ২-১ গোলে জেতা শেখ জামালের ২১ ম্যাচে পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। চার ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করেছে আগেই।
প্রথম লেগে শেখ জামালকে ৩-৩ ড্রয়ে রুখে দিয়েছিল পুলিশ এফসি। এবার শুরুটা ভালো হলেও শেষটায় হতাশাই সঙ্গী হয়েছে তাদের। ২১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে পাকির আলির দল।
বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে শেখ জামাল শুরু থেকে আধিপত্য করলেও নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে গিয়েছিল পুলিশই। ১৯তম মিনিটে সতীর্থের লম্বা ক্রস বুক দিয়ে ক্রিস্তিয়ান কোয়াকো নামানোর পর পাশে থাকা মোহাম্মদ জুয়েল কাটব্যাক করেন। বক্সে ফাঁকায় থাকা মুরোলিমজন আখমেদভ বাঁ পায়ের জোরালো শটে খুঁজে নেন জাল। কোয়াকোর গায়ের সঙ্গে সেঁটে থাকলেও শেখ জামাল ডিফেন্ডার রেজাউল করিম পারেননি আক্রমণে ভেস্তে দিতে।
চার মিনিট পর আত্মঘাতী গোলে ফিরে সমতা। শেখ জামালের ভালিজনভ ওতাবেক লম্বা ক্রস বাড়িয়েছিলেন ওমর জোবের উদ্দেশে। গাম্বিয়ার এই ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগে পুলিশ এফসির ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজীব ব্যকপাসে চেষ্টা করেন বিপদমুক্ত করার। কিন্তু গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল পোস্ট থেকে একটু এগিয়ে থাকায় সজীবের ব্যকপাসই জালে জড়ায়।
শেখ জামালের দ্বিতীয় গোলের নেপথ্যের কারিগরও উজবেকিস্তানের ওতাবেক। এই ফরোয়ার্ডের লম্বা পাস ধরে আগুয়ান গোলরক্ষকের হিমেলের পাশ দিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন সুলাইমান সিল্লাহ।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল শেখ জামালের সামনে। কিন্তু জোবের ব্যাক হিল, ওতাবেকের শট খুঁজে পায়নি ঠিকানা। জুয়েল-কোয়াকো কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে হানা দিলেও পারেননি পুলিশ এফসিকে সমতার স্বস্তি এনে দিতে।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল