পিএসজির জয়ে উজ্জ্বল এমবাপে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2021 03:06 AM BdST Updated: 15 Aug 2021 03:32 AM BdST
আধা ঘণ্টার মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠাল পিএসজি। দ্বিতীয়ার্ধে স্ত্রাসবুর ঘুরে দাঁড়াল বটে, কিন্তু অঘটন ঘটানোর জন্য তা যথেষ্ট হলো না। তারকা সমৃদ্ধ স্কোয়াডের অনেককে বাইরে রেখেও প্রত্যাশিত জয় পেল মাওরিসিও পচেত্তিনোর দল।
প্যারিসের পাক দি ফ্রাঁসে শনিবার রাতে কিলিয়ান এমবাপের দারুণ নৈপুণ্যে লিগ ওয়ানের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে পিএসজি।
একটি গোল করেছেন কিলিয়ান এমবাপ, অবদান রেখেছেন দুটিতে। তাদের অন্য তিন গোলদাতা মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলা স্ত্রাসবুরের গোল দুটি করেছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।


একচেটিয়া চাপ ধরে রাখা পিএসজি ব্যবধান দ্বিগুণ করে ২৫তম মিনিটে। অবশ্য গোলটিতে ছিল তাদের সৌভাগ্যের ছোঁয়া। এমবাপের জোরালো শট ঠেকাতে মাথা বাড়িয়েছিলেন আজোক। উল্টো বল তার মাথায় লেগে দিক পাল্টে চলে যায় জালে।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো। তবে এমবাপের শট রুখে দেন গোলরক্ষক। এর পাঁচ মিনিট পরই হেডে একটি গোল শোধ করেন গামেইরো।
৬২তম মিনিটে আরেকটি দারুণ সেভে আবারও এমবাপেকে হতাশ করেন গোলরক্ষক মাৎস সেলস। আর এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে স্কোরলাইন ৩-২ করে ম্যাচ জমিয়ে তোলেন আজোক।

এই গোলেও জড়িয়ে এমবাপের নাম। গতিতে দুজনকে ফাঁকি দিয়ে এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে কাটব্যাক করেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ফাঁকায় বল পেয়ে সহজেই গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।
দুই ম্যাচের দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।
দিনের অন্য ম্যাচে শিরোপাধারী লিলের জালে গোল উৎসব করে নিস। ৪-০ গোলে জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।
লিলের দুই ম্যাচে অর্জন মাত্র ১ পয়েন্ট।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’