সালাহর নৈপুণ্যে লিভারপুলের শুভসূচনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2021 12:32 AM BdST Updated: 15 Aug 2021 01:16 AM BdST
-
-
দুই গোলে অবদান রাখার পর নিজেও স্কোরশিটে নাম লেখান লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
প্রথম দুই গোলে অবদান রাখার পর নিজেও পেলেন জালের দেখা। মোহামেদ সালাহর দারুণ নৈপূণ্যে নরিচ সিটিকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল লিভারপুল।
প্রিমিয়ার লিগে শনিবার ক্যারো রোডে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। দিয়োগো জটার গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ।
এই ম্যাচ দিয়ে ১০ মাস পর চোট কাটিয়ে দলে ফেরেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস পেয়ে সালাহ দারুণ ছোঁয়ায় বাড়ান জটার দিকে। ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৬৫তম মিনিটে সাদিও মানের শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি চ্যাম্পিনশিপের সেরা হয়ে শীর্ষ লিগে উঠে আসা নরিচ। ডি-বক্সের ডান প্রান্তে বল পেয়ে ফিরমিনোকে আড়াআড়ি পাস দেন সালাহ। ডান পায়ের শটে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দুই গোলে অবদান রাখার পর নিজেও স্কোরশিটে নাম লেখান লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
এর আগে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারায় টমাস টুখেলের দল চেলসি। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারায় লেস্টার সিটি।
দিনের প্রথম ম্যাচে ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর