ঘুরে দাঁড়িয়ে মোহামেডানের জয়

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে কাটিয়ে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠেছে শন লেনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2021, 12:42 PM
Updated : 14 August 2021, 12:42 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে মোহামেডান। ওদিলি ফেলিক্স রহমতগঞ্জকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোহাম্মাদ কামরুল ইসলাম। দ্বিতীয়ার্ধে মোহামেডানের জয় নিশ্চিত করেন বুরকিনা ফাসোর ফরোয়ার্ড কুলিদিয়াতি।

২১ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী নেমে গেছে পাঁচে, তাদের পয়েন্ট ৩৭।

চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২১ ম্যাচে ৫৮।

গত ফেব্রুয়ারিতে প্রথম লেগের দেখায় ২-০ গোলে জেতা মোহামেডান এবার পিছিয়ে পড়ে ম্যাচের চতুর্থ মিনিটেই। স্পট কিকে রহমতগঞ্জকে এগিয়ে নেন ফেলিক্স। ডি-বক্সে নাইজেরিয়ান ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হয়েছিলেন।

অষ্টাদশ মিনিটে গোলমুখে জটলার মধ্যে একাধিক সুযোগ নষ্ট করা মোহামেডান ৩৮তম মিনিটে সমতায় ফেরে। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের দারুণ বাঁকানো ফ্রি কিকে গোলটি করেন কামরুল।

চার মিনিট পর ইয়াসান ওয়াচিংয়ের শট ক্রসবার কাঁপিয়ে ফিরলে সে যাত্রায় এগিয়ে যাওয়া হয়নি মোহামেডানের।

৭১তম মিনিটে কর্নারে বল একজনের পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান কুলিদিয়াতি। কাছ থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি।

৭৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। প্রতিপক্ষ খেলোয়াড়কে পা দিয়ে বাধা দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন কিরগিজস্তানের ফরোয়ার্ড খোরশেদ বেকনাজারভ।

২০ ম্যাচে রহমতগঞ্জের এটি দশম পরাজয়। চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা।