'মেসি না থাকায় বার্সাকে আরও কাজ করতে হবে'

লিওনেল মেসিকে ঘিরেই তৈরি হতো বার্সেলোনার সব পরিকল্পনা। তার উপস্থিতিতে সতীর্থদের কাজটাও হতো সহজ। আর্জেন্টাইন তারকা চলে যাওয়ায় সাফল্য পেতে তাই দলের সবাইকে আরও বেশি পরিশ্রম করতে হবে বলে মনে করেন দলটির তরুণ ডিফেন্ডার সের্জিনো দেস্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2021, 10:26 AM
Updated : 14 August 2021, 10:26 AM

আর্থিক দূর্গতি ও লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কারণে দলের সফলতম ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারেনি বার্সেলোনা। ফ্রি ট্রান্সফারে মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। নতুন যুগের শুরুতে রোববার ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা।

এর আগে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে দলের সাবেক অধিনায়ককে নিয়ে নিজের অনুভূতি জানান দেস্ত।

“আমাদের এখন আরও কিছু কাজ করতে হবে, কারণ মেসি থাকলে এটা তুলনামূলক সহজ হতো। তিনি বিশ্বের সেরা ফুটবলার। তবে আমরা যদি দলগতভাবে খেলতে পারি এবং আমাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে, তাহলে আমরা অনেক সফল হবো।”

ক্লাবের ইতিহাসের সফলতম ফুটবলারের চলে যাওয়ার খবর দলের সবার কাছে ধাক্কা হয়ে এসেছিল বলে জানালেন দেস্ত। অদ্ভুত এক অনুভূতি হয়েছিল ২০ বছর বয়সী এই ফুটবলারেরও।

“আমি কিছুটা ধাক্কা খেয়েছিলাম, কারণ সবাই চেয়েছিল তিনি যেন ক্লাবে থাকেন। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। এটা সবার কাছেই ধাক্কা হয়ে এসেছিল। আমরা চেয়েছিলাম তিনি থাকুক। দুর্ভাগ্যক্রমে তা হয়নি।”