তিন প্রীতি ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2021 09:06 PM BdST Updated: 13 Aug 2021 09:06 PM BdST
-
ফাইল ছবি
ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই শুরু হয়ে গেছে জেমি ডের ব্যস্ততা। বেশ ব্যস্ত এক সূচির আগে গুছিয়ে নিতে হবে দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখতে হবে সম্ভাবনাময় ফুটবলারদের খেলা। মূল লক্ষ্য অবশ্যই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর আগে তিনটি প্রীতি ম্যাচও বেশ গুরুত্ব পাচ্ছে জাতীয় দলের কোচের কাছে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে জেমি দেশে গিয়েছিলেন ছুটি কাটাতে। সতেজ হয়ে ফিরে ৪১ বছর বয়সী কোচ জানালেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচগুলো দেখে গুছিয়ে নিতে চান দল।
“আজ (শুক্রবার) সকালে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছি। বিপিএলের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি। খেলোয়াড়দের দেখব, যাদের আমরা সাম্প্রতিক সময়ে নজরে রেখেছি। তাকিয়ে আছি সেপ্টেম্বরের উইন্ডোর তিনটি ম্যাচের দিকে যা অক্টোবরে টুর্নামেন্টের (সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ) আগে হবে দারুণ প্রস্তুতি।”
সামনে রয়েছে ব্যস্ত সূচি। ডে আশাবাদী, সামনের টুর্নামেন্টগুলোয় দল ধরে রাখবে ছন্দ।
“আমাদের তিন মাসের ভালো প্রোগ্রাম রয়েছে। বয়স্ক খেলোয়াড়দের দেখতে হবে। আশা করি, সেপ্টেম্বরের ফর্ম সাফেও ধরে রাখতে পারব এবং নভেম্বরের ম্যাচ ও আগামী বছরের এশিয়া কাপেও। রোমাঞ্চকর ব্যাপার। খেলোয়াড়দের সাথে আবারো সাক্ষাতের দিকে তাকিয়ে আছি, তাদের সাথে কাজ করা এবং আগামী তিন মাস উপভোগ করার জন্য।”
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল