সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে হলান্ড, লেভানদোভস্কি ও এমবাপে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2021 05:49 PM BdST Updated: 13 Aug 2021 06:42 PM BdST
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২০-২১ মৌসুমের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় টানা দ্বিতীয়বারের মতো জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি। সেরা হওয়ার লড়াইয়ে তার দুই প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হলান্ড ও পিএসজির কিলিয়ান এমবাপে।
সেরা দশে থাকলেও ভোটে পিছিয়ে পড়েছেন বার্সেলোনার লিওনেল মেসি ও গতবার সেরা তিনে থাকা পিএসজির নেইমার। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো নেই সেরা দশেই।
চারটি পজিশনের প্রতিটির জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা শুক্রবার প্রকাশ করেছে উয়েফা। তালিকায় আধিপত্য চেলসির খেলোয়াড়দের। ১২ জনের মধ্যে পাঁচজনই চাম্পিয়নদের।
গত মে মাসে অল-ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল চেলসি।
সেই আসরের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে যায় জার্মান ক্লাব ডর্টমুন্ড। দলকে শেষ আটে তুলতে ১০ গোল করে মূল ভূমিকা রাখেন নরওয়ের ফরোয়ার্ড হলান্ড, তিনিই আসরের সর্বোচ্চ গোলদাতা।
তার চেয়ে দুটি গোল কম করেন সেমি-ফাইনাল খেলা পিএসজির এমবাপে। আর গতবারের সেরা ফরোয়ার্ডের পুরস্কার জয়ী পোলিশ তারকা লেভানদোভস্কির গোল পাঁচটি।
তার সমান পাঁচ গোল করা মেসি ভোটাভুটিতে ৭৬ পয়েন্ট নিয়ে হয়েছেন চতুর্থ। পরের দুটি স্থানে যথাক্রমে করিম বেনজেমা ও নেইমার।
গোলরক্ষক: এদেরসন(ম্যানচেস্টার সিটি), এদুয়া মঁদি(চেলসি) ও থিবো কোর্তোয়া(রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার: সেসার আসপিলিকুয়েতা(চেলসি), রুবেন দিয়াস(ম্যানচেস্টার সিটি) ও আন্টোনিও রুডিগার(চেলসি)
মিডফিল্ডার: কেভিন ডে ব্রুইনে(ম্যানচেস্টার সিটি), জর্জিনিয়ো(চেলসি) ও এনগোলো কঁতে(চেলসি)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড(বরুশিয়া ডর্টমুন্ড), রবের্ত লেভানদোভস্কি(বায়ার্ন মিউনিখ) ও কিলিয়ান এমবাপে(পিএসজি)
গোলরক্ষকদের তালিকায় আছেন-এদেরসন, এদুয়া মঁদি ও থিবো কোর্তোয়া। এই ১২ জনের মধ্যে রিয়ালের কোর্তোয়াই স্প্যানিশ লিগের একমাত্র প্রতিনিধি।
ডিফেন্ডারদের সেরা তিন জন হলেন-সেসার আসপিলিকুয়েতা, রুবেন দিয়াস ও আন্টোনিও রুডিগার।
সেরা মিডফিল্ডারের লড়াইয়ে আছেন-কেভিন ডে ব্রুইনে, জর্জিনিয়ো ও এনগোলো কঁতে।
তুরস্কের ইস্তান্বুলে আগামী ২৬ অগাস্ট ২০২১-২২ আসরের ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। একই দিনে উয়েফার বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের নামও ঘোষণা করা হবে।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল