চলতি বছর আর ট্র্যাকে নামবেন না দ্রুততম মানব

টোকিও অলিম্পিকসে চমক জাগিয়ে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ী মার্সেল জেকবস আপাতত বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, ২০২২ সালের আগে আর ট্র্যাকে দেখা যাবে না ইতালির এই অ্যাথলেটকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2021, 05:30 PM
Updated : 12 August 2021, 05:30 PM

লং জাম্পার হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ক্যারিয়ার শুরু করা জেকবস ২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে। এর তিন বছরের মাথায় বিশ্বের দ্রুততম মানব হয়ে যান তিনি।

টোকিওতে ব্যক্তিগত অর্জনের সঙ্গে জেকবস দেশকেও এনে দিয়েছেন দারুণ একটি সম্মাননা। তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম সোনা জেতে ইতালি। ১০০ মিটার রিলেতে ইতালির সোনা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

শেষ হয়েছে অলিম্পিক। তবে এই মৌসুমে আছে পাঁচটি ডায়মন্ড লিগের ইভেন্ট। জেকবস কবে ফিরছেন ট্র্যাকে, ইনস্টাগ্রামে তার এক অনুসারীর প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এই স্প্রিন্টার ছোট্ট করে লিখেছেন, “২০২২।”

রয়টার্সকে জেকবসের ম্যানেজার মার্সেলো মাগনানি জানান, ইতালিয়ান এই স্প্রিন্টারের বিরতি নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ।

“সহজ বিষয়, মার্সেল এই বছরে অনেক পরিশ্রম করেছে, তার সর্বোচ্চটা দিয়েছে। তাই (আরও প্রতিযোগিতায় অংশ নিতে) জোর করা মানেই চোটের ঝুঁকি নেওয়া।”