চলতি বছর আর ট্র্যাকে নামবেন না দ্রুততম মানব
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2021 11:30 PM BdST Updated: 12 Aug 2021 11:30 PM BdST
টোকিও অলিম্পিকসে চমক জাগিয়ে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ী মার্সেল জেকবস আপাতত বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, ২০২২ সালের আগে আর ট্র্যাকে দেখা যাবে না ইতালির এই অ্যাথলেটকে।
লং জাম্পার হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ক্যারিয়ার শুরু করা জেকবস ২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে। এর তিন বছরের মাথায় বিশ্বের দ্রুততম মানব হয়ে যান তিনি।
টোকিওতে ব্যক্তিগত অর্জনের সঙ্গে জেকবস দেশকেও এনে দিয়েছেন দারুণ একটি সম্মাননা। তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম সোনা জেতে ইতালি। ১০০ মিটার রিলেতে ইতালির সোনা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
শেষ হয়েছে অলিম্পিক। তবে এই মৌসুমে আছে পাঁচটি ডায়মন্ড লিগের ইভেন্ট। জেকবস কবে ফিরছেন ট্র্যাকে, ইনস্টাগ্রামে তার এক অনুসারীর প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এই স্প্রিন্টার ছোট্ট করে লিখেছেন, “২০২২।”
রয়টার্সকে জেকবসের ম্যানেজার মার্সেলো মাগনানি জানান, ইতালিয়ান এই স্প্রিন্টারের বিরতি নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ।
“সহজ বিষয়, মার্সেল এই বছরে অনেক পরিশ্রম করেছে, তার সর্বোচ্চটা দিয়েছে। তাই (আরও প্রতিযোগিতায় অংশ নিতে) জোর করা মানেই চোটের ঝুঁকি নেওয়া।”
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)