র্যাঙ্কিংয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার উন্নতি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2021 06:33 PM BdST Updated: 12 Aug 2021 07:49 PM BdST
কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপা খরা কাটানো আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে, এগিয়েছে দুই ধাপ। প্রতিযোগিতাটির ফাইনালে খেলা ব্রাজিল এক ধাপ এগিয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে সবশেষ বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান দুইয়ে।
গত জুন-জুলাইয়ে হয়ে যাওয়া লাতিন আমেরিকার মহাদেশ সেরা প্রতিযোগিতার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। অপরাজিত থেকে শিরোপা জেতে লিওনেল মেসির দল। তার আগে জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে দুটিই ড্র করেছিল তারা।
একই সময়ে ব্রাজিল বাছাইয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল। আর কোপা আমেরিকায় শুরু থেকে অপরাজিত থেকে ফাইনালে হেরে যায় তারা।
আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে জুন-জুলাইয়ে হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে খেলা বেলজিয়াম।
আর এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। আগের মতোই চার নম্বরে ইউরোর রানার্সআপ ইংল্যান্ড।
এর আগের র্যাঙ্কিং প্রকাশের পর থেকে মাঝে মোট ৩৪৮টি ম্যাচ মাঠে গড়ায়।
উন্নতি হয়েছে ইউরো জয়ী ইতালিরও। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারানো ইতালি।
পিছিয়েছে স্পেন ও পর্তুগালও, যথাক্রমে সাত ও আট নম্বরে আছে দল দুটি।
দুই ধাপ এগিয়ে নবম স্থানে আছে মেক্সিকো। বিশাল লাফ দিয়েছে মেক্সিকানদের ফাইনালে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপ জয়ী যুক্তরাষ্ট্র; ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছে তারা।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আরও পিছিয়েছে, এবারের ইউরোর শেষ ষোলো থেকে ছিটকে যাওয়া দলটি আছে ১৬ নম্বরে।
সবচেয়ে বড় লাফ দিয়েছে কাতার। ১৬ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছে আগামী বিশ্বকাপের স্বাগতিকরা।
আবারও পিছিয়েছে বাংলাদেশ। চার ধাপ নেমে বর্তমানে তারা আছে ১৮৮ নম্বরে।
আগামী ১৬ সেপ্টেম্বরে পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত