‘চেলসি এখন বিশ্বসেরা ক্লাব’

ফেভারিটের তকমা আগে থেকেই ছিল চেলসির গায়ে। ভিয়ারিয়াল বেশ কিছুটা সময় লড়াই করলেও টাইব্রেকার ভাগ্যে বাজিমাত করে ইংলিশ ক্লাবটি। শিরোপা হারানো পর স্প্যানিশ ক্লাবটির ফরোয়ার্ড জেরার্দ মরেনো প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসায় বললেন, ওরাই এখন বিশ্বসেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2021, 10:25 AM
Updated : 12 August 2021, 10:25 AM

বেলফাস্টের উইন্ডসর পার্কে বুধবার রাতে উয়েফা সুপার কাপে টাইব্রেকারে ৬-৫ গোলে জিতে চেলসি। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ও এই স্কোরলাইনে শেষ হয়। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে পার্থক্য গড়ে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

হাকিম জিয়াশের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে জোরালো শটে সমতা টানেন জেরার্দ মরেনো। তার মতে, গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটিই এখন সেরা ক্লাব।

“(আমরা) সেরা দলের বিপক্ষে লড়েছি। চেলসিই ফেভারিট ছিল। দুই দলের বাজেটের পার্থক্য সম্পর্কে জানি না, তবে আমার কাছে তারাই বিশ্বের সেরা ক্লাব।”

ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি গর্বিত তার দলের লড়াকু মানসিকতায়।

“এই ক্লাবকে প্রতিনিধিত্ব করাটা গর্বের।”

“কোনো কিছুর জন্য খেলোয়াড়দের দোষ দেওয়া ঠিক নয়, কারণ তারা দারুণ লড়াই করেছে।”

এই জয়ের মধ্য দিয়ে টুখেল টানা তৃতীয় জার্মান কোচ হিসেবে উয়েফা সুপার কাপ জিতলেন। এছাড়া স্প্যানিশ দলের বিপক্ষে ৯ ম্যাচ অপরাজিত থাকলেন ৪৭ বছর বয়সী এই কোচ।