কাম্প নউয়ে সরিয়ে ফেলা হচ্ছে মেসির ছবি

আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর থেকেই দলটির সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা নেই। তারই ধারাবাহিকতায় মেসির ছবি ও পোস্টার সরিয়ে ফেলছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 05:24 PM
Updated : 10 August 2021, 05:24 PM

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ পথচলায় ক্লাবটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলেন তিনি। রেকর্ডের পর রেকর্ড গড়ে জিতেন অসংখ্য শিরোপা। দলটির হয়ে সর্বোচ্চ ৭৭৮ ম্যাচ খেলে গোল করেন ৬৭২টি, যা ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ। লা লিগারও সর্বোচ্চ গোলদাতা তিনি।

বার্সেলোনা সমর্থকদের আশা ছিল, ৩৪ বছর বয়সী এই ফুটবল যাদুকর তাদের মন্ত্রমুগ্ধ করে রাখবেন আরও কয়েক বছর। আগের চুক্তি শেষে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনাতেও ছিল তারই আভাস। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার কাতালান ক্লাবটি জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়মের বাধায় মেসির সঙ্গে নতুন চুক্তি করা সম্ভব নয়।

এরপর থেকেই ভক্তরা ভিড় করছিলেন বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ে। মঙ্গলবার সেখান থেকে সরিয়ে ফেলা মেসির ছবি। ছিঁড়ে ফেলা হয়েছে স্টেডিয়ামের দেয়ালজুড়ে থাকা ছয়বারের বর্ষসেরা তারকার সব পোস্টার।

কাম্প নউ থেকে যখন মেসির ছবি সরিয়ে ফেলা হচ্ছিল, তখন পরিবারসহ ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফরাসি ক্লাব পিএসজির সাথে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি, জানিয়েছে রয়টার্স।