জুয়েলের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

দিনের প্রথম ম্যাচেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। আবাহনীর ম্যাচটা তাই হয়ে যায় রানার্সআপ হওয়ার পথে থাকার উপলক্ষ্য। জুয়েল রানার হ্যাটট্রিকে আরামবাগ ক্রীড়া সংঘকে উড়িয়ে সে পথে ভালোভাবে থাকল মারিও লেমোসের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 02:31 PM
Updated : 9 August 2021, 02:31 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার আরামবাগকে ৬-১ গোলে হারায় আবাহনী। প্রথম লেগে আরামবাগের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল সবশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি।

প্রথমার্ধে তিন মিনিটের মধ্যে জোড়া গোল করা জুয়েল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন। আবাহনীর বাকি তিন গোলদাতা সানডে চিজোবা, ফয়সাল আহমেদ শীতল ও সোহেল রানা। আরামবাগের একমাত্র গোলদাতা দিলসধ ভাসিয়েভ।

২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ৩৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী।

১৯তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। চিজোবার থ্রু পাস ধরে আগুয়ান গোলরক্ষক উমর ফারুককে অনায়াসে পরাস্ত করেন জুয়েল। এই ফরোয়ার্ড ২১তম মিনিটে রাফায়েল অগাস্তোর পাস বক্সে পেয়ে যান ফাঁকায় থাকা অবস্থায়। ঠাণ্ডা মাথার শটে ব্যবধান করেন দ্বিগুণ।

প্রথমার্ধের শেষ দিকে কেরভেন্স ফিলস বেলফোর্টের বাড়ানো বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন চিজোবা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আবাহনী। ৬৮তম মিনিটে শীতল, ৮৮তম মিনিটে সোহেল রানার গোলের পর  যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন জুয়েল।

লিগে ক্লান্তিহীনভাবে হেরে চলেছে আরামবাগ। ১৯ ম্যাচে এটি তাদের ১৬তম হার; ৫ পয়েন্ট নিয়ে আছেও তলানিতে।

দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। রবসন দি সিলভা রবিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস।