ছিটকে গেলেন আগুয়েরো ও লংলে

নতুন মৌসুম শুরুর আগে দলে চোটাক্রান্ত ফুটবলারের সংখ্যা বাড়ল বার্সেলোনা শিবিরে। এবার চোট পেয়ে ছিটকে গেলেন ডিফেন্ডার ক্লেমোঁ লংলে ও দলটির নতুন সদস্য সের্হিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 03:39 PM
Updated : 8 August 2021, 06:04 PM

নিজেদের ওয়েবসাইটে রোববার লা লিগার দলটি জানায়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন দুই বছরের চুক্তিতে কাম্প নউয়ের দলে যোগ দেওয়া আগুয়েরো আর ডান হাঁটুর টেনডন সমস্যায় ভুগছেন লংলে।

ফরাসি ডিফেন্ডারের মাঠে ফেরা নির্ভর করছে কত দ্রুত তিনি কাটিয়ে ওঠতে পারেন তার ওপর। আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোকে যেতে হবে আরও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে।

কারোরই ফেরার সম্ভাব্য সময় জানানো হয়নি।

আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা। স্থানীয় গণমাধ্যমের খবর, এই ম্যাচে আগুয়েরোকে নাও পেতে পারে কাম্প নউয়ের দলটি।

গত বৃহস্পতিবার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের ডান পায়ের পেশিতে চোটের বিষয়টি জানিয়েছিল বার্সেলোনা।

সমর্থকদের জন্য স্বস্তির খবরও দিয়েছে বার্সেলোনা। লম্বা সময় পর চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

রোববার রাতে ঘরের মাঠে জুয়ান গাম্পের ট্রফিতে ইউভেন্তুসের মুখোমুখি হবে রোনাল্ড কুমানের দল।