দুই গোল করিয়ে ও একটি করে জয়ের নায়ক কেভিন ডে ব্রুইনে।
টোকিও অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ৩ মিনিট ১৬ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার রিলেতে সেরা হয় যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ২০ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছে পোল্যান্ড। ৩ মিনিট ২১ দশমিক ২৪ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছে জ্যামাইকা।
এবার ৪০০ মিটার রিলের অর্জনে ফেলিক্স পদক সংখ্যায় ছাপিয়ে গেলেন স্বদেশি সাবেক কিংবদন্তি অ্যাথলেট কার্ল লুইসকে। এতদিন অলিম্পিকসে ১০টি পদক নিয়ে চূড়ায় ছিলেন যুক্তরাষ্ট্রের এই সাবেক তারকা।
সব মিলিয়ে ফেলিক্সের ১১ পদকের মধ্যে ৭টি সোনা-বেইজিং, লন্ডন ও রিও দে জেনেইরো অলিম্পিকে দুটি করে পেয়েছিলেন, টোকিওতে পেলেন ১টি। বাকি চারটির মধ্যে তিনটি রুপা ও একটি ব্রোঞ্জ। রুপা তিনটি তিনি এথেন্স, বেইজিং ও রিও দে জেনেইরোতে পেয়েছিলেন।