ধারণক্ষতার অর্ধেক দর্শক ফিরছে সেরি আয়

দীর্ঘ বিরতি শেষে ইতালিয়ান শীর্ষ লিগে মাঠে ফিরতে যাচ্ছে দর্শক। প্রাথমিকভাবে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে কেবল কোভিড-১৯ টিকা গ্রহণকারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2021, 02:30 PM
Updated : 6 August 2021, 02:30 PM

দর্শক মাঠে ফেরানোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ও সেরি আর প্রধান।

গ্যালারির প্রতিটা সারিতে একটি বাদে একটি সিট ফাঁকা রেখে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয় ইতালির সরকার।

এর আগে ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হলেও নির্দেশনা ছিল গ্যালারিতে দুজনের মধ্যে এক মিটার ব্যবধান রাখার, সেক্ষেত্রে স্টেডিয়াম ধারণক্ষমতার প্রায় ৩০ শতাংশ পূরণ হতো।

এই পদক্ষেপকে শতভাগ মাঠে দর্শক ফেরার প্রথম ধাপ হিসেবে দেখছেন সেরি আর সভাপতি পাওলো দাল পিনো।

“আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব মাঠে শতভাগ দর্শক ফেরানো। আজকের এই পদক্ষেপ সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপ।”

ইতালিতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই ২০২০ সালের শুরুর দিকে দেশটিতে করোনাভাইরাস হানা দেওয়ার সময় থেকেই। এর ফলে অনেক ক্লাব আর্থিকভাবে হয়েছে ক্ষতিগ্রস্থ।

আগামী ২১ অগাস্ট শুরু হবে সেরি আর ২০২১-২২ মৌসুম। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ঘরের মাঠে খেলবে জেনোয়ার বিপক্ষে।