ধারণক্ষতার অর্ধেক দর্শক ফিরছে সেরি আয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2021 08:30 PM BdST Updated: 06 Aug 2021 08:30 PM BdST
দীর্ঘ বিরতি শেষে ইতালিয়ান শীর্ষ লিগে মাঠে ফিরতে যাচ্ছে দর্শক। প্রাথমিকভাবে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে কেবল কোভিড-১৯ টিকা গ্রহণকারীরা।
দর্শক মাঠে ফেরানোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ও সেরি আর প্রধান।
গ্যালারির প্রতিটা সারিতে একটি বাদে একটি সিট ফাঁকা রেখে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয় ইতালির সরকার।
এর আগে ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হলেও নির্দেশনা ছিল গ্যালারিতে দুজনের মধ্যে এক মিটার ব্যবধান রাখার, সেক্ষেত্রে স্টেডিয়াম ধারণক্ষমতার প্রায় ৩০ শতাংশ পূরণ হতো।
এই পদক্ষেপকে শতভাগ মাঠে দর্শক ফেরার প্রথম ধাপ হিসেবে দেখছেন সেরি আর সভাপতি পাওলো দাল পিনো।
“আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব মাঠে শতভাগ দর্শক ফেরানো। আজকের এই পদক্ষেপ সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপ।”
ইতালিতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই ২০২০ সালের শুরুর দিকে দেশটিতে করোনাভাইরাস হানা দেওয়ার সময় থেকেই। এর ফলে অনেক ক্লাব আর্থিকভাবে হয়েছে ক্ষতিগ্রস্থ।
আগামী ২১ অগাস্ট শুরু হবে সেরি আর ২০২১-২২ মৌসুম। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ঘরের মাঠে খেলবে জেনোয়ার বিপক্ষে।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’