বিশ্বকাপজয়ী অধিনায়ক উগো লরিসের স্থলাভিষিক্ত হলেন তারকা এই ফরোয়ার্ড।
টোকিও অলিম্পিকসে শুক্রবার টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগের ফাইনালে জার্মানিকে ৩-০ সেটে হারায় চীন। আসরে লং মাও পান দ্বিতীয় সোনার স্বাদ। এর আগে পুরুষ এককও জিতেছিলেন ৩২ বছর বয়সী এই তারকা।
২০১২ সালের লন্ডন অলিম্পিকসে দলীয় ইভেন্টে জিতে প্রথম সোনার পদকের স্বাদ পেয়েছিলেন মা লং। টোকিওর সাফল্য দিয়ে দলীয় ও ব্যক্তিগত মিলিয়ে অলিম্পিকসের টেবিল টেনিস ইভেন্টে সব মিলিয়ে পাঁচটি সোনা জিতলেন তিনি, যা টেবিল টেনিসের পুরুষ ও মহিলা অলিম্পিয়ানদের মধ্যে সর্বোচ্চ।
একই দিনে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আসরের আয়োজক জাপান।