অনন্য কীর্তি গড়লেন স্পেনের গার্সিয়া

অলিম্পিকসের ট্র্যাকে হাঁটা শুরু করেছেন সেই ১৯৯২ সালের বার্সেলোনার আসরে। হেসাস আনহেল গার্সিয়ার যাত্রা অব্যাহত রয়েছে টোকিতেও। ছেলেদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় কোনো পদক না পেলেও গড়েছেন অনন্য এক রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2021, 07:01 AM
Updated : 6 August 2021, 07:01 AM

পুরুষ ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় শুক্রবার ৪ ঘণ্টা ১০ দশমিক ০৩ মিনিট সময় নিয়ে ৩৫তম হয়েছেন গার্সিয়া। অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি আটবার অলিম্পিকসে অংশ নেওয়ার কীর্তি এখন ৫১ বছর বয়সী এই স্প্যানিশের।

এ ইভেন্টে ৩ ঘণ্টা ৫০ দশমিক ০৮ মিনিট সময় নিয়ে সোনা জিতেছেন পোল্যান্ডের দাভিদ টোমালা। রুপা জার্মানি ইয়োনাটান হিলবের্ট ও ব্রোঞ্জ জিতেছেন কানাডার ইভান ডানফি।

সবচেয়ে বেশি অলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলেটের মুকুট কানাডার ইয়ান মিলারের। সব মিলিয়ে অলিম্পিকসের ১০ আসরে অংশ নিয়েছিলেন এই একুস্ট্রিয়ান জাম্পার।

টোকিওর এবারের আসরে অবশ্য দারুণ এক কীর্তি গড়েছেন জর্জিয়ার শুটার নিনো সালুকভাৎসে। প্রথম নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশি (৯ বার) অলিম্পিকসে খেলার দারুণ কীর্তি গড়েছেন তিনি।