চোট পেয়ে ছিটকে গেলেন ডি ইয়ং

নতুন মৌসুম শুরুর আগে ধাক্কা খেল বার্সেলোনা। ডান পায়ের পেশিতে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 02:28 PM
Updated : 5 August 2021, 02:37 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার ২৪ বছর বয়সী এই ডাচ ফুটবলারের চোটের বিষয়টি জানায় কাতালান ক্লাবটি। সুস্থ হয়ে তার দলে ফিরতে কতদিন লাগবে, তা জানানো হয়নি।

গত বুধবার রেড বুল সালসবুর্কের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা প্রীতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন ডি ইয়ং। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে মাঠ ছাড়েন তিনি।

একই ম্যাচে গুরুতর চোট পেয়েছেন শুরুর একাদশে থাকা যুব দলের মিডফিল্ডার গাভি। ডান চোয়ালে চিড় ধরা পড়েছে ১৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের। ম্যাচের ৭২তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা।

এর আগে আগামী রোববার ঘরের মাঠে হুয়ান গাম্পের ট্রফিতে ইউভেন্তুসের মুখোমুখি হবে রোনাল্ড কুমানের দল।