পুলিশের বিপক্ষে পয়েন্ট হারাল মোহামেডান

চলতি প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেলেন জাফর ইকবাল। কিন্তু বিরতির পর মাঠে ফেরা লিগে আশা জাগিয়েও জয়ে শুরু পেল না তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট হারাল তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 12:34 PM
Updated : 5 August 2021, 12:39 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। প্রথম লেগে পুলিশ এফসির বিপক্ষে জাপানি মিডফিল্ডার উরু নাগাতার একমাত্র গোলে জিতেছিল মোহামেডান।

সপ্তদশ মিনিটে শাহেদ হোসেন মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে মোহামেডানকে এগিয়ে নেন জাফর ইকবাল।

এগিয়ে থাকার স্বস্তিতে বিরতিতে যাওয়া মোহামেডান দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল হজম করে। ৮৬তম মিনিটে সমতা টানেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো কোয়াকো।

লিগ শিরোপার আশা আগেই শেষ হয়ে যাওয়া মোহামেডান লড়ছে সেরা চারে থাকার আশায়। এ ম্যাচে তাদের সামনে সুযোগও ছিল সেরা চারে ফেরার।

১৯ ম্যাচে ষষ্ঠ ড্র করা মোহামেডান ৩৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এক ম্যাচ কম খেলা পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। দুই ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আবাহনীর ১৮ ম্যাচের পয়েন্ট ৩৬; চট্টগ্রাম আবাহনী ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।